পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশনদীর্ঘ জল্পনার অবসান কাটিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যের ২২টি জেলায় ভোট হবে এক দফাতেই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জ…
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন
দীর্ঘ জল্পনার অবসান কাটিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যের ২২টি জেলায় ভোট হবে এক দফাতেই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আর দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট জেলাগুলিতে চালু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। আজ, শুক্রবার ৯ ই জুন প্রত্যেক জেলাশাসকের সঙ্গে নির্বাচনী ইস্যুতে ভার্চুয়াল বৈঠক করবেন নয়া নির্বাচন কমিশনার। সূত্রের খবর, আগামী সোমবার সর্বদল বৈঠক হতে পারে।
কমিশনের ঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ হবে। ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে মনোনয়ন জমা, যা চলবে ১৫ জুন পর্যন্ত। এর মধ্যে রবিবার ছাড়া প্রত্যেক দিন বেলা ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। তবে অনলাইনে মনোনয়ন নেওয়া হবে না। ১৭ জুন স্ক্রুটিনির তারিখ ধার্য করা হয়েছে। প্রত্যাহার করা যাবে ২০ জুন পর্যন্ত। মনোনয়ন যেখানে জমা নেওয়া হবে, তার ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। ৮ তারিখ ভোট হলেও গণনা কবে, তা এদিন ঘোষণা করেনি কমিশন। মৌখিকভাবে তারা জানিয়েছে, ১১ জুলাই ভোটগণনা হতে পারে। এদিন রাজীব সিনহা বলেন, ‘এদিন থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাচ্ছে। ফলে নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে সকাল ৮ পর্যন্ত মিটিং মিছিল করা যাবে না।’
কমিশনের ঘোষণা অনুযায়ী, ২২টি জেলায় ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতে মোট ৬৩ হাজার ২৮৩টি আসনে ভোট হবে। পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৯ হাজার ৭৩০। জেলা পরিষদে রয়েছে ৯২৮টি আসন। ভোট দেবেন ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪ জন। সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারে কী ভাবছে কমিশন? জবাবে কমিশনার জানান, রাজ্য সরকার ও কমিশন এব্যাপারে ভাবনা-চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজীব সিনহার বক্তব্য, ‘রাজ্য পুলিসে ভরসা রাখা উচিত। আমাদের উপর আস্থা রাখুন। প্রস্তুতিতে কোনও গাফিলতি থাকবে না। রাজ্য সরকারি কর্মচারীদেরও বলব আমাদের উপর আস্থা রাখতে।’ তিনি আরও জানিয়েছেন, ক্যালেন্ডার অনুযায়ী ঘোর বর্ষায় ভোট করানোর প্রস্তুতি নিয়েও রাজ্যের সঙ্গে আলোচনা সেরে রেখেছে কমিশন।
এদিকে নির্বাচন ঘোষণার পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত। তবে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য, ‘বিরোধীদের অপ্রস্তুত অবস্থায় ভোটে অংশগ্রহণে বাধ্য করা হল। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও তিন-চারদিন বাড়ানোর আবেদন জানাব।’ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ভোট ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘ভোটকর্মী, প্রার্থী ও প্রচারে যাঁরা যুক্ত থাকবেন, তাঁদের সকলের নিরাপত্তার দায়িত্ব কমিশনের।’
No comments