Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাইনোরিটি ছাত্র-ছাত্রীদের ঋণ মেলা ও স্কলারশিপ প্রদান

মাইনোরিটি ছাত্র-ছাত্রীদের ঋণ মেলা ও স্কলারশিপ প্রদান

পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা সুবর্ণজয়ন্তী ভবনে বিকাল ৩ টায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ প্রেরণায় সংখ্যালঘু ও হাই মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে। জেলা শ…

 




মাইনোরিটি ছাত্র-ছাত্রীদের ঋণ মেলা ও স্কলারশিপ প্রদান



পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা সুবর্ণজয়ন্তী ভবনে বিকাল ৩ টায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ প্রেরণায় সংখ্যালঘু ও হাই মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে। জেলা শাসকের ব্যবস্থাপনায় ছয় দিনের ঋণ মেলা ও স্কলারশিপ প্রদান। ঋণ মেলার উদ্বোধন করেন প্রদীপ প্রচলন এর মধ্য দিয়ে রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি রাজ্যের মাইনোরিটি ফিনান্স কর্পোরেশন  ম্যানেজার সুদীপ্ত পোড়েল। অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন ডিস্ট্রিক্ট মাইনোরিটি ছেলের আধিকারিক মারগুব ইলমি, পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, হলদি য়া মহকুমা শাসক সুপ্রভাত চ্যাটার্জী সুতাহাটা বিডিও আসিফ আনসারী জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শেখ সিরাজ খান ও সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমান বিবি প্রমূখ।

  এদিন সুতাহাটা এলাকার ৮ জন অসহায় ব্যক্তিকে গৃহনির্মাণ প্রকল্পে ৯ লাখ ৬০ হাজার টাকা, টার্মলোন হিসাবে ২৫ জনকে ৩৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা সাহায্য করা হয়েছ। সেই সঙ্গে মাইক্রো ফাইনান্স স্কিমে ৩১টি স্বনির্ভর গোষ্ঠীকে ৬৪ লাখ ৫৪ হাজার টাকা সাহায্য করা হয়েছে। তাতে ৩১০ মহিলা বিশেষভাবে উপকৃত হবেন। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রি-ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক বিভাগের ৪৫ জন পড়ুয়াকে ১ লাখ ৫২ হাজার ১০০ টাকা সাহায্য করা হয়েছে। 

এদিন অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুরেরঅনুষ্ঠানে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজী, অতিরিক্ত জেলাশাসক দিব্যা মরুগেশন, জেলা সংখ্যালঘু আধিকারিক মহম্মদ মাঘুব ইলমি, হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র, সিরাজ খান, পাঁশকুড়া পুরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন পরিষেবা প্রদান এবং রকমারি জিনিসপত্রে সেজে উঠেছে এই মেলা। রয়েছে স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা। চলবে ১০ জুন পর্যন্ত।

No comments