Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 28, 2025

Weather Location

Breaking News:

প্রতীক্ষার প্রহর গোনা শেষ শেষ, শ্মশান প্রান্তর এখন যেন জনসমুদ্র

প্রতীক্ষার প্রহর গোনা শেষ শেষ, শ্মশান প্রান্তর এখন যেন জনসমুদ্রভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/O1iL00Ojcvgপ্রতীক্ষার প্রহর গোনা শেষ। ভোরের আলো ফুটতেই চিতা সাজানো শুরু।  শ্মশান প্রান্তর এখন যেন জনসমুদ্র। পূর্ব মেদিনীপুর জেল…

 




প্রতীক্ষার প্রহর গোনা শেষ শেষ, শ্মশান প্রান্তর এখন যেন জনসমুদ্র

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/O1iL00Ojcvg

প্রতীক্ষার প্রহর গোনা শেষ। ভোরের আলো ফুটতেই চিতা সাজানো শুরু।  শ্মশান প্রান্তর এখন যেন জনসমুদ্র। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির বোগা গ্রামের সকালটা শুধু স্বজনহারাদের কান্নায় ভরা। বাড়ি ফিরলো নন্দন,শংকর, ভোলানাথ, রাজীব, সুমনের নিথর দেহ। ওড়িশ‍্যার বালেশ্বরের কাছে বাহানাগায় করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ খেজুরির পাঁচ যুবকের মৃতদেহ ফিরলো গ্রামে। ৩ দিন পরে ঘরের ছেলে  ফিরলো ঘরে। তবে সে প্রাণহীন। সারা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন নিকট আত্মীয়-পরিজন থেকে এলাকাবাসী সকলেই। বোগা এলাকার চারজনের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে প্রস্তুত করা হচ্ছে চার যুবককে চিতা। পরিবারের লোকজন শোকে পাথর হয়ে পড়েছেন। এ যেন গ্রামের এক অন্য ছবি।।শ্মশান প্রান্তর এখন যেন জনসমুদ্র।

No comments