Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীর্ঘ রাজনীতি জীবনে এখনো সেই এক চেনা মাটির বাড়িতেই ঠাঁই। জোটেনি পাকা ইটের দেওয়াল

দীর্ঘ রাজনীতি জীবনে এখনো সেই এক চেনা মাটির বাড়িতেই ঠাঁই। জোটেনি পাকা ইটের দেওয়াল।নমিনেশন হয়েছে উৎসবের আকালে জানালেন পঞ্চায়েত সমিতির  সভাপতি  সুরজিৎ মান্না।সিপিএম এর শাসন কাল থেকে TMCর একনিষ্ঠ সৈনিক ১৯৯১ থেকে দল শুরু করে ২০০৭থ…

 




দীর্ঘ রাজনীতি জীবনে এখনো সেই এক চেনা মাটির বাড়িতেই ঠাঁই। জোটেনি পাকা ইটের দেওয়াল।

নমিনেশন হয়েছে উৎসবের আকালে জানালেন পঞ্চায়েত সমিতির  সভাপতি  সুরজিৎ মান্না।

সিপিএম এর শাসন কাল থেকে TMCর একনিষ্ঠ সৈনিক ১৯৯১ থেকে দল শুরু করে ২০০৭থেকে ২০২৭ টানা ১০ বছর কোলাঘাট ব্লক তৃণমূল এর যুব সভাপতি ছিলেন ২০১৩ থেকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ। ২০২১ এ পঞ্চায়েত সমিতির সভাপতি। এই দীর্ঘ রাজনীতি জীবনে কেউ কাদা ছুড়তে পারেনি। এবারে কোলাঘাট ব্লকের ৩৭ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী।  নমিনেশন হয়েছে উৎসবের আকারে জানালেন পঞ্চায়েত সমিতির  সভাপতি  সুরজিৎ মান্না। দীর্ঘ রাজনীতি জীবনে  নিজের জন্য কিছুই করতে পারেননি, যেটুকু পেনশন পান সেটুকুই। একচালা মাটির বাড়িতেই বসবাস। বাবা, মা বিড়ি শ্রমিক, বিড়ি বেঁধে সংসার চলে। সভাপতির নিজস্ব কোনো ইনকাম নেই, ভাতাই একমাত্র ইনকাম, বাবার ওপর নির্ভর। তিন ভাই একসাথে, নিজের দুই ছেলে, দুজনেই সরকারি স্কুলে পড়ে। অর্থের অভাবে পড়াতে পারেনি ইংলিশ মিডিয়ামে। বাড়ির কোলাঘাট ব্লক এর দেরিয়াচক গ্রামে এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয় নিয়ে তিনি একেবারেই নিশ্চিত।

No comments