করমন্ডল এক্সপ্রেস বার বার দুর্ঘটনায় পড়েছে, ঘটেছে মৃত্যুও - এর কারণ কি ? শুক্রবার ফের দুর্ঘটনার কবলে পড়ে সুপার ফাস্ট করমন্ডল এক্সপ্রেস ট্রেন। গত ইং ১৯৭৭ সালে ৬ মার্চ করমন্ডল এক্সপ্রেস -এর পথ চলা শুরু হয়েছিল । ৪৬ বছরের যাত্রা পথ…
করমন্ডল এক্সপ্রেস বার বার দুর্ঘটনায় পড়েছে, ঘটেছে মৃত্যুও - এর কারণ কি ?
শুক্রবার ফের দুর্ঘটনার কবলে পড়ে সুপার ফাস্ট করমন্ডল এক্সপ্রেস ট্রেন। গত ইং ১৯৭৭ সালে ৬ মার্চ করমন্ডল এক্সপ্রেস -এর পথ চলা শুরু হয়েছিল । ৪৬ বছরের যাত্রা পথে বহু বার বিপর্যয় মুখোমুখি হয়েছে এই সুপারফাস্ট এক্সপ্রেস। শুক্রবার দুপুর ৩ টা ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমন্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশন থেকে ছাড়ে বিকাল সওয়া ৫ টায় । সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ ট্রেনটি পৌঁছায় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি। যাওয়ার পথেই লাইনচ্যুত হয়ে যায়। উড়িষ্যার বালেশ্বর এর কাছে জানা গিয়েছে তিনটি বগি ছাড়া সমস্ত কামরা গুলি লাইনচ্যুত হয়েছে। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২৫০ ,আহত এর সংখ্যা ৯০০+ , জানিয়েছেন উড়িষ্যার মুখ্য সচিব প্রদীপ জেনা। ঘটনাস্থলে পৌঁছলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। রেল দুর্ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন রেলমন্ত্রী। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ।
No comments