কৃষকদের ডেপুটেশন বি এল আর ও অফিসে
তুষার কান্তি খাঁ, শক্তিপুর, : বেনামি জমির রেকর্ড সংশোধন করে আসল নামে রেকর্ড ফিরিয়ে দেওয়া, বর্গাদার ও পাট্টাদারদের অন্যায় ভাবে উচ্ছেদ বন্ধ সহ মোট ৮ দফা দাবিতে সারা ভারত কৃষক সভা শক্তিপুর থানা …
কৃষকদের ডেপুটেশন বি এল আর ও অফিসে
তুষার কান্তি খাঁ, শক্তিপুর, : বেনামি জমির রেকর্ড সংশোধন করে আসল নামে রেকর্ড ফিরিয়ে দেওয়া, বর্গাদার ও পাট্টাদারদের অন্যায় ভাবে উচ্ছেদ বন্ধ সহ মোট ৮ দফা দাবিতে সারা ভারত কৃষক সভা শক্তিপুর থানা কমিটি বেলডাঙ্গা ২ নং বি এল আর ও অফিসে ডেপুটেশন দিল। বক্তব্য রাখেন কৃষক নেতা সচ্চিদানন্দ কান্ডারী, মুকুল মন্ডল, সনাতন হালদার সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন তাজারুল হক।
No comments