উত্তপ্ত হয়ে উঠছে ময়নার বাকচা
বাকচা নিমতলা বাজারে সামনে পুলিশের সামনে মনোরঞ্জন হাজরা নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী ও বহিরাগত লোকজন নিয়ে বোম বাজি করেছে আমাদের কয়েকটা দোকান ভাঙচুর করেছে পুলিশ বাঁচার তাগিদে প্রাণভয়ে আমাদের গো…
উত্তপ্ত হয়ে উঠছে ময়নার বাকচা
বাকচা নিমতলা বাজারে সামনে পুলিশের সামনে মনোরঞ্জন হাজরা নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী ও বহিরাগত লোকজন নিয়ে বোম বাজি করেছে আমাদের কয়েকটা দোকান ভাঙচুর করেছে পুলিশ বাঁচার তাগিদে প্রাণভয়ে আমাদের গোবরাদন হামুরুদ্দিন চক পার্টি অফিসের সামনে আশ্রয় নিয়েছে স্থানীয় লোকজন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে।
বিজ্ঞাপন
মহিলার নাম মিঠু রানী দাস বর্মন বয়স আনুমানিক ৫৫ চাবুকিয়া বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিল নিমতলার কাছে লক্ষ্য করে বোমাবাজি করা গুরুতর যখন অবস্থায় তমলুক হসপিটালে ভর্তির জন্য পাঠানো হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক।
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে আরও উত্তপ্ত হয়ে উঠছে ময়নার বাকচা। সূত্রে খবর, বিজেপি ও তৃনমূলের সংঘর্ষে ময়নার বাকচায় বোমা মারল দুষ্কৃতীরা। ভয়ে স্কুল ছেড়ে পালালো স্কুলের ছাত্র ও শিক্ষক। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
No comments