Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের পাঁচ প্রধান টিকিট পেলেন না

তৃণমূলের পাঁচ প্রধান টিকিট পেলেন না
এবার পঞ্চায়েত ভোটে সুতাহাটা ব্লকের তৃণমূল কংগ্রেসের ৫ প্রধান টিকিট পেলেন না। সেই সঙ্গে সুতাহাটা পঞ্চায়েত সমিতির ১১ জয়ী সদস্যও এবার টিকিট পাননি। সেক্ষেত্রে সুতাহাটা ব্লক তৃণমূল সভাপতি প্রধানদে…

 

তৃণমূলের পাঁচ প্রধান টিকিট পেলেন না


এবার পঞ্চায়েত ভোটে সুতাহাটা ব্লকের তৃণমূল কংগ্রেসের ৫ প্রধান টিকিট পেলেন না। সেই সঙ্গে সুতাহাটা পঞ্চায়েত সমিতির ১১ জয়ী সদস্যও এবার টিকিট পাননি। সেক্ষেত্রে সুতাহাটা ব্লক তৃণমূল সভাপতি প্রধানদের ব্যক্তিগত সমস্যা ও অনীহার কথা বলেছেন। যদিও তা সম্পূর্ণ সাজানো, ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন টিকিট না পাওয়া প্রধানরা। তাঁদের দাবি দলের ব্লক সভাপতির অনুগত যাঁরা ছিলেন। তারাই টিকিট পেয়েছেন। 

প্রসঙ্গতি ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন সেই সময় বিরোধীদের বক্তব্য তাদেরকে নমিনেশন করতে দেওয়া হয়নি।

সুতাহাটা ব্লকে ৬টি গ্রামপঞ্চায়েত রয়েছে। সব কয়টির প্রধানই তৃণমূলে। কিন্তু তাঁদের মধ্যে এবার পাঁচজনই টিকিট পেলেন না। ব্লকের হোড়খালি গ্রামপঞ্চায়েত প্রধান করবি খালসা বলেন, “ভোটের আগে টিকিট দেওয়া বিষয়ে আমার মতামত নেওয়া হয়নি। জেনেছি অন্যান্য প্রধানদের মত না নিয়ে দলের ব্লক সভাপতি তাঁর পছন্দের লোকদের টিকিট দিয়েছেন। তবে আমি ভোটের ময়দান ছেড়ে পালাতে চাইনি। দল কি করবে জানিনা আমি মনোনয়নপত্র জমা দিয়েছি।” একই ক্ষোভ উগরে দিয়েছেন আশদতলা পঞ্চায়েত প্রধান মিনাক্ষীভূঁইয়া । তিনি বলেন, “দলের ব্লক সভাপতি সবাইকে নিয়ে চলতে জানেন না। স্বেচ্ছাচারিতা করেছেন টিকিট দেওয়ার ক্ষেত্রে।” ব্লকের চৈতন্যপুর, কুকড়াহাটি, জয়নগর গ্রামপঞ্চায়েত প্রধানরাও দলীয় টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে। যদিও চৈতন্যপুর গ্রামপঞ্চায়েত প্রধান দুর্গারাণি পণ্ডিত মাইতি তাঁর ব্যক্তিগত কারনে সরে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর যুক্তি দেখিয়েছেন। তবে দলের ব্লক সভাপতি অশোক মিশ্র জানিয়েছেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় স্তরে আলোচনা সাপেক্ষে প্রার্থীদের নাম ঠিক করা হয়েছে। একক কোনও সিদ্ধান্ত নয়। ব্যক্তিগত সমস্যায় প্রধানরাই দাড়াতে চাননি।” তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র জানান, “প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রথমত দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোলাঘাটের সাংগঠনিক সভায় আলোচনা হয়েছে। পরে ব্লক সভাপতি তাঁর ব্লকের মিটিংয়ে তা নিয়ে আলোচনা সেরেছেন। সব মিলিয়ে যা সিদ্ধান্ত, সেই মতো টিকিট পেয়েছেন। দলীয় নিয়মের মধ্যে যা কিছু হয়েছে।”

No comments