করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় হলদিয়ার যুবক নিখোঁজ ১ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/U0VKD1XEZJEহলদিয়া দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়বাসুদেব পুর থেকে ৭ জন কাজের জন্য রওনা দিয়েছিলেন চেন্নাই তে। খড়গপুর থেকে ট্রেন ধরে…
করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় হলদিয়ার যুবক নিখোঁজ ১
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/U0VKD1XEZJE
হলদিয়া দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়বাসুদেব পুর থেকে ৭ জন কাজের জন্য রওনা দিয়েছিলেন চেন্নাই তে। খড়গপুর থেকে ট্রেন ধরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে চারজন বাড়ি ফিরল দুজন কটক হাসপাতালে ভর্তি রয়েছেন। একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাপস রাউত নামে এক যুবক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত। বাকি সকলেই বাড়ি ফিরেছেন অভিজিৎ জানা কানাই রাউত নিতাই রাউত নিমাই রাউত কটক হাসপাতালে ভর্তি রয়েছেন প্রনব রাউত। এখনো খুঁজে পাওয়া যায়নি তাপস রাউতকে বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়েছেন কোনভাবে সহযোগিতা পাচ্ছেনা বলে অভিযোগ করলেন তাপস রাউতের মা। ভয়ংকর ট্রেন দুর্ঘটনার অভিজ্ঞতা জানালেন অভিজিৎ জানা
দুর্ঘটনা থেকে ফিরেছেন সেই সকল বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন সিপিএম জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য অচিন্ত্য শাসমল একজনকে পাওয়া যায়নি যাতে দ্রুত তাকে খুঁজে পাওয়া যায় এবং ফিরিয়ে আনা যায় সে বিষয় নিয়েও স্থানীয় পুলিশ এবং প্রশাস পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বললেন বলে জানালেন সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য অচিন্ত্য শাসমল।
No comments