কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত "প্রতিভা অন্বেষণ "কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত "প্রতিভা অন্বেষণ " কাপ অনুর্ধ্ব ১২ ডিউজ ক্রিকেট খেলায় সকালে যে দুটি দল পরস্পর মুখামুখি হয় স্পিড অন মেদিনীপুর ও রামনগর …
কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত "প্রতিভা অন্বেষণ "
কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত "প্রতিভা অন্বেষণ " কাপ অনুর্ধ্ব ১২ ডিউজ ক্রিকেট খেলায় সকালে যে দুটি দল পরস্পর মুখামুখি হয় স্পিড অন মেদিনীপুর ও রামনগর ক্রিকেট একাডেমি। ৮ উইকেটে জয় লাভ করে। বিকালে খেলায় যে দুটি দল পরস্পর মুখামুখি হয় কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ও মেদিনীপুর ক্রিকেট ফাউন্ডেশন। এই খেলায় কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ৫০ রানে জয় লাভ করে। সকালে খেলা চলাকালীন মাঠে উপস্থিত হয় রাজ্যের কারাগার মন্ত্রী মাননীয় অখিল গিরি মহাশয় এবং কচিকাঁচা খেলোয়াড়দের সংগে মিলিত হন এবং বিকেলে মাঠে উপস্থিত হন কাঁথি পৌরসভার চেয়ারম্যান মননীয় সুবল কুমার মান্না মহাশয়। উনাদের কে উষ্ণ অভিনন্দন জানান সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, ক্রীড়া সম্পাদক পিনাকী দিন্দা, দুই সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, ইমরান আলি খাঁন ও দুই কোচ সুদীপ্ত সহিস এবং সুমন রায়।
No comments