Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিশুর অস্বাভাবিক মৃত্যু, পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ মৃতের পরিবারের

শিশুর অস্বাভাবিক মৃত্যু, পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ  মৃতের পরিবারেরদেড় বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু। থানায় অভিযোগ করার পর পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ মৃতের পরিবারের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ইড়খা এলাকায়।…

 



শিশুর অস্বাভাবিক মৃত্যু, পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ  মৃতের পরিবারের

দেড় বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু। থানায় অভিযোগ করার পর পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ মৃতের পরিবারের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ইড়খা এলাকায়। জানাগিয়েছে, নন্দকুমার থানার মহদুতিপুর এলাকার যুবক ভাগবত পাল ( বাপি) এর সাথে ইড়কা গ্রামের মঞ্জুশ্রীর সাথে বাড়ির অমতে প্রেম করে বিয়ে করে। বিয়ের প্রথম প্রথম সাংসারিক জীবন ঠিকঠাক চলছিলো। গর্ভবতী হওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হয়। অশান্তির কারনে মঞ্জুশ্রী ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকতো। মঞ্জুশ্রীর পরিবারের অভিযোগ, গতকাল

 রাতে স্বামী, শশুর,  শ্বাশুড়ি  সহ মোট চারজন বাড়িতে আসে। তার পর সন্ধ্যায় বাড়ির পাশে বাগানে মঞ্জুশ্রীকে হাত বাঁধা ও মুখে কাপড় জড়ানো অবস্থায় এবং শিশুটি পাশেই মৃত অবস্থায় পড়ে ছিলো। পুলিশকে জানানো হলেও  সেইভাবে কর্ণপাত করেনি বলে অভিযোগ। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে  পালিয়েছে। নন্দকুমারের বিডিও শানু বক্সি জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনার সঠিক তদন্ত যাতে হয় তা জানিয়েছি পুলিশকে।

No comments