Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দাঁতের চিকিৎসায় রাজ্যে প্রথম হলদিয়া ডেন্টালে মুখমণ্ডলের থ্রিডি স্ক্যান মেশিন

দাঁতের চিকিৎসায় রাজ্যে প্রথম হলদিয়া ডেন্টালে মুখমণ্ডলের থ্রিডি স্ক্যান মেশিন
হলদিয়া বন্দর ঃঃ চিকিৎসার পাশাপাশি এবার হলদিয়া মেডিকেলে চিকিৎসা গবেষণার উপর জোর দিতে চান প্রতিষ্ঠানের চেয়ারম্যান লক্ষ্মণ শেঠ। এজন্য তিনি ডাক্তারদের এ…

 




দাঁতের চিকিৎসায় রাজ্যে প্রথম হলদিয়া ডেন্টালে মুখমণ্ডলের থ্রিডি স্ক্যান মেশিন


হলদিয়া বন্দর ঃঃ চিকিৎসার পাশাপাশি এবার হলদিয়া মেডিকেলে চিকিৎসা গবেষণার উপর জোর দিতে চান প্রতিষ্ঠানের চেয়ারম্যান লক্ষ্মণ শেঠ। এজন্য তিনি ডাক্তারদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। মেডিকেল কলেজে সাধারণ চিকিৎসা পরিষেবার পাশাপাশি জটিল অপারেশন এবং একে ঘিরে পর্যবেক্ষণ ও গবেষণার জন্য ডাক্তারদের উৎসাহ দিতে হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি আনার উপর জোর দিয়েছেন তিনি। ২৮ এপ্রিল শুক্রবার হলদিয়া ডেন্টাল কলেজে অত্যাধুনিক কোন বিম কম্পিউটেড টোমোগ্রাফি বা সিবিসিটি স্ক্যান মেশিনের উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন আইকেয়ার ইন্সটিটিউট অফ মেডিকলে সায়েন্স এন্ড রিসার্চ-এর চেয়ারম্যান প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। তিনি বলেন, ডাক্তাররা তো একই সঙ্গে বিজ্ঞানীও। কারণ তারা চিকিৎসার পাশাপাশি দিনের পর দিন রোগ ও রোগীকে পর্যবেক্ষণ করছেন। তাঁরাই ভালো বলতে পারবেন আরও কিভাবে চিকিৎসার উন্নতি করা যায়। তাঁদের পরামর্শ মেনেই আমরা আগামীদিনে হাসপাতালের পরিষেবাকে আরও মানবমুখী করতে পারবো। তবে এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। আমরা চেষ্টা চালাচ্ছি হাসপাতালে আরও বিনিয়োগ করতে। যাতে হলদিয়া মেডিকেলে এসে রোগীদের ফিরে যেতে না হয়। অবস্থানগত দিক থেকে এক সময় এই হাসপাতালে যোগাযোগের কিছু সমস্যা থাকলেও এখন অনেক রাস্তা হয়েছে। ফলে মানুষ দ্রুত হলদিয়া মেডিকেলে আসতে পারেন। হাসপাতালে তিনি চিকিৎসকদের প্রশংসা করেন। অপারেশনের জন্যডেন্টাল কলেজে নতুন সিরিসিটি বা মুখমণ্ডলের স্ক্যান মেশিনের সম্প্রতি বেশ উদ্বোধনের পর চিকিৎসা করাচ্ছেন লক্ষ্মণ শেঠ। 

আগামী এক বছরের মধ্যে হলদিয়া মেডিকেলে সুপার স্পেশালিটি হাসপাতালের মতো সমস্ত ধরনের সুযোগ সুবিধা মিলবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজ ও হাসপাতালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর আশীষ লাহিড়ী। তিনি বলেন, হলদিয়া মেডিকেলে কার্ডিওলজি, নেফ্রলজি, নিউরোলজি, ইউরোলজি-এর মতো সুযোগ- সুবিধাগুলি মিলবে। হলদিয়া মেডিকেল কলেজের পাশাপাশি ডেন্টাল কলেজে রাজ্যের মধ্যে সবচেয়ে আধুনিক চিকিৎসা পরিষেবা মেলে। আর আহমেদ সরকারি ডেন্টালহাসপাতালের পর রাজ্যে হলদিয়া ডেন্টালই সর্বাধুনিক পরিষেবা দেয়। হলদিয়া ডেন্টালের প্রিন্সিপাল উত্তম সেন জানান, সিবিসিটি নামে অত্যাধুনিক একটি স্ক্যান মেশিন স্থাপন করা হলো। এটি আসলে মানুষের মুখমণ্ডলের সিটি স্ক্যান মেশিন। এর জন্য প্রায় ৪৬ লক্ষ টাকা খরচ হয়েছে। রাজ্যে কোনও বেসরকারি হাসপাতালে প্রথম এ ধরনের অত্যাধুনিক স্ক্যান মেশিন

বসানো হলো। একমাত্র এই সুবিধে রয়েছে কলকাতায় সরকারি আর আহমেদ ডেন্টাল মেডিকেল কলেজে। এই মেশিনে স্ক্যান করতে বেসরকারি জায়গায় ৫ হাজার টাকার মতো খরচ হয়। হলদিয়া মেডিকেলে রোগীদের জন্য এর অর্ধেক খরচ হবে। এই মেশিনটি এসেছে দক্ষিণ কোরিয়া থেকে। মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলেন, হলদিয়া মেডিকেলে কম খরচে শুধু দাঁতের চিকিৎসা নয়, মুখ্যমণ্ডলের

ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। পাশাপাশি যে কোনও দুর্ঘটনায় বিকৃত মুখমণ্ডলকে সারিয়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে হলদিয়া মেডিকেল। হলদিয়া ডেন্টালে নতুন যে সিবিসিটি মেশিনটি এসেছে তার সুবিধে হলো আগের মেশিনগুলির চেয়ে এর রেডিয়েশন ১০ ভাগের এক ভাগ। এবং এটি মুখমণ্ডলের স্ক্যানের সময় থ্রিডি ছবি তৈরি করে যার ফলে অপারেশনের ক্ষেত্রে চিকিৎসকদের অনেক সুবিধা হয়।

No comments