Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পদ্মফুল ছেড়ে ঘাসফুলের যোগদান

পদ্মফুল ছেড়ে ঘাসফুলের যোগদান
 নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন অব্যাহত। স্থানীয় চার নেতা তপন মণ্ডল, উত্তম মণ্ডল, শৈবাল মণ্ডল এবং অঞ্জন মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁদের বক্তব্য, “বিজেপিতে সাংগঠনিক শৃঙ্খলা নেই। শুভেন্…

 



পদ্মফুল ছেড়ে ঘাসফুলের যোগদান


 নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন অব্যাহত। স্থানীয় চার নেতা তপন মণ্ডল, উত্তম মণ্ডল, শৈবাল মণ্ডল এবং অঞ্জন মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁদের বক্তব্য, “বিজেপিতে সাংগঠনিক শৃঙ্খলা নেই। শুভেন্দু অধিকারী ঢুকে বিজেপির অবস্থা আরও খারাপ করে দিয়েছেন। চলছে আদি ও নব্য বিজেপির চেয়ার দখলের লড়াই। মানুষের জন্য কাজ আর হচ্ছে না। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় বিশাল কর্মকাণ্ডে যোগ দিতে চাই।” এদিন যুব তৃণমূল কংগ্রেসের সভা ছিল সোনাচুড়া হাইস্কুল মাঠে। প্রধান বক্তা ছিলেন তমলুক সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আজগর আলি পল্টু। তাঁর হাত ধরে বিজেপির নেতারা তৃণমূলে যোগ দেন। আজগর আলি বলেন, “বিজেপি দলের প্রতি মানুষ ভরসা রাখেন না। কর্ণাটক বিধানসভা ভোটের ফল চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে ওরা যতই লম্পঝম্প করুক বেশি কিছু করতে পারবে না। জনমুখী কর্মকাণ্ডের ওপরই মানুষ আস্থা রেখেছেন। আজ সোনাচূড়াতে ফের তেমন ঘটনার সাক্ষী থাকলেন বহু মানুষ। সামনে পঞ্চায়েত ভোটেও তার প্রতিফলন ঘটবে।” এদিন সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষকান্তি ভূঁইয়া, নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ, দলের স্থানীয় নেতা জয়দেব দাস, কালীকৃষ্ণ প্রধান, শেখ আলরাজি প্রমুখ।

No comments