Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৯ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল

১৯ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফলপরীক্ষা শেষের ৭৫ দিনের মাথায়, আগামী ১৯ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। মঙ্গলবার দুপুরে টুইট করে এই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরে মধ্যশিক্ষা পর্যদের তরফে উপসচিব (পরীক্ষ…

 

১৯ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল

পরীক্ষা শেষের ৭৫ দিনের মাথায়, আগামী ১৯ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। মঙ্গলবার দুপুরে টুইট করে এই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরে মধ্যশিক্ষা পর্যদের তরফে উপসচিব (পরীক্ষা) মৌসুমি বন্দ্যোপাধ্যায় ভদ্র এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করা হবে। দুপুর ১২টা থেকে অনলাইনে ফল দেখতে পারবে ছাত্রছাত্রীরা। ওই সময়েই পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং শংসাপত্র বিলি করা হবে স্কুলগুলিকে। মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইট www.wbbse.wb.gov.in ছাড়াও http://wbresults.nic.in, www.exametc.com সহ মোট ১৫টি সরকারি ও বেসরকারি পোর্টাল এবং ওয়েবসাইট থেকে ফল দেখা যাবে। এছাড়া, Exametc.com, Madhyamik Results 2023, Madhyamik Result, Fastresult প্রভৃতি অ্যাপ ডাউনলোড করে তা থেকেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, শিক্ষাদপ্তর তথা পর্যদ ১৫ মে ফলপ্রকাশের লক্ষ্য নিয়ে এগচ্ছিল। অনলাইন মার্কস ভেরিফিকেশন সহ বেশ কিছু প্রস্তুতিতে কিছুটা সময় লাগায় খানিকটা বিলম্ব হয়েছে বলে খবর।

No comments