Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনে গ্রেফতার আরও ২ জন

বিজেপি নেতা  বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনে গ্রেফতার আরও ২ জনময়নায় বিজেপি নেতা  বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনে গ্রেফতার আরও ২ জন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নন্দন মন্ডল ও সুজয় মন্ডল। তবে দুজনেরই বাড়ি ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল এলা…

 


বিজেপি নেতা  বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনে গ্রেফতার আরও ২ জন

ময়নায় বিজেপি নেতা  বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনে গ্রেফতার আরও ২ জন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নন্দন মন্ডল ও সুজয় মন্ডল। তবে দুজনেরই বাড়ি ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল এলাকায়। পুলিশ সূত্রের খবর,  একটি ইটভাটাতে লুকিয়ে ছিল এই দুই অভিযুক্ত। তবে ধৃতদের রবিবার তমলুক জেলা ও দায়রা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের দাবি। পাশাপাশি আদালতে অভিযুক্তদের পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রের খবর। প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে ময়নার গোড়ামহলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিলন ভৌমিককে পুলিশ গ্রেফতার করে। তবে এই ঘটনায় ৩৪ জন আসামির মধ্যে মোট তিন জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ময়না থানার পুলিশ। কিন্তু বাকিরা কেন এখনও পর্যন্ত অধরা! তা নিয়ে ক্ষোভে ফুঁসছে স্থানীয় এলাকার বাসিন্দারা।

No comments