Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হঠাৎ কেন ? দু'দিনের সফরে হলদিয়া এলেন কলকাতাস্থ আমেরিকার কনসাল জেনারেল মেলিন্ডা পেভাক

হঠাৎ কেন ? দু'দিনের সফরে হলদিয়া এলেন কলকাতাস্থ আমেরিকার কনসাল জেনারেল মেলিন্ডা পেভাক হলদিয়া বন্দর : সোমবার দু'দিনের সফরে হলদিয়া এলেন কলকাতাস্থ আমেরিকার কনসাল জেনারেল মেলিন্ডা পেভাক। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ হলদিয়া বন্দরে…

 




হঠাৎ কেন ? দু'দিনের সফরে হলদিয়া এলেন কলকাতাস্থ আমেরিকার কনসাল জেনারেল মেলিন্ডা পেভাক

 হলদিয়া বন্দর : সোমবার দু'দিনের সফরে হলদিয়া এলেন কলকাতাস্থ আমেরিকার কনসাল জেনারেল মেলিন্ডা পেভাক। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ হলদিয়া বন্দরে আসেন। বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ারে আধিকারিক সঙ্গে মিলিত হন। এরপর তিনি যান ডক এরিয়া ভিজিটে। ওসান এনভি টাগ ভেসেলে চেপে ডকের কাজকর্ম ঘুরে দেখেন। কীভাবে বন্দরে বিভিন্ন জেটিতে পণ্য ওঠানামা করে তা দেখান হয়। ডক এরিয়া ঘুরে তিনি লক গেট এরিয়ায় যান। দেশের মধ্যে একমাত্র নদীভিত্তিক মেজর পোর্ট যেখানে এই লকগেটের মাধ্যমে জাহাজ চলাচল করে। বন্দরের আধিকারিক ওমপ্রকাশ রাই বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে হলদিয়া বন্দর যে নিবিড় যোগাযোগ এবং পণ্য চলাচল করে সেনিয়ে তথ্য জানতে আমেরিকান কনসাল। কীভাবে এবছর বন্দরে রেকর্ড পণ্য ওঠানামা করেছে তা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। মাঝসমুদ্রে ট্রান্সলোডিং সিস্টেম সম্পর্কে উনি আগ্রহ দেখান। এরপর আমেরিকান কনসাল হলদিয়া থেকে বারানসী পর্যন্ত নদীপথে পণ্য চলাচলের জন্য তৈরি ইনল্যান্ড ওয়াটারওয়েজের জেটি ঘুরে দেখেন। সন্ধে নাগাদ তিনি হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে একঘন্টার বেশি সময় বৈঠক করেন। তাঁকে ফুল ও দামী শাল দিয়ে স্বাগত জানান এইচডিএর চেয়ারম্যান জ্যোতির্ময় কর, চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর এবং ভাইস চেয়ারম্যান সাধন জানা।

No comments