Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি লায়ন্স ক্লাবের চক্ষু হাসপাতালের মেগা স্বাস্থ্য শিবির

কাঁথি লায়ন্স ক্লাবের চক্ষু হাসপাতালের মেগা স্বাস্থ্য শিবির
উড়িষ্যার কলিঙ্গ হাসপাতালের সহযোগিতা নিয়ে কাঁথির সাধারন মানুষদের জন্যে বিনা মুল্যে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলো ভোলানাথ চক্ষু হাসপাতাল।প্রসঙ্গত কাঁথি লায়ন্স ক্লাব প…

 




কাঁথি লায়ন্স ক্লাবের চক্ষু হাসপাতালের মেগা স্বাস্থ্য শিবির


উড়িষ্যার কলিঙ্গ হাসপাতালের সহযোগিতা নিয়ে কাঁথির সাধারন মানুষদের জন্যে বিনা মুল্যে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলো ভোলানাথ চক্ষু হাসপাতাল।

প্রসঙ্গত কাঁথি লায়ন্স ক্লাব পরিচালিত ভোলানাথ চক্ষু হাসপাতালে প্রতিদিন খুব কম খরচে চোখ সংক্রান্ত রোগের চিকিৎস্যা করা হয়।

ভোলানাথ চক্ষু হাসপাতালের সম্পাদক তথা কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি বরুন জানা জানিয়েছেন এদিন কলিঙ্গ সুপারস্পেশালিটি হাসপাতালের ইউরোলজি,গ্যাসট্রোএন্ট্রোলজি,কার্ডিওলজি ও অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎস্যকেরা শিবিরে উপস্থিত ছিলেন।বিনামুল্যে এদিন প্রায় ৫০০ মানুষের চিকিৎস্যা করা হয়।আগামী দিন গুলোতে আমাদের ভোলানাথ চক্ষু হাসপাতালের মাধ্যমে সহজেই কলিঙ্গ সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎস্যার জন্যে  নাম লেখানো সম্ভব হবে।

কলিঙ্গ সুপারস্পেশালিটি হাসপাতালের চিকিৎস্যক ডা: সুকান্ত পাধি,ডা: প্রদীপ শেঠী,ডা: পঙ্কজ মিশ ও ডা: গয়াধর বেহেরাকে বরন করে নেন কাঁথি লায়ন্স ক্লাবের অন্যতম সদস্য ডা: অনুতোষ পট্টনায়ক।অন্যান্যদের মধ্যে ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জানা,ভোলানাথ হাসপাতালের চেয়ারম্যান লক্ষীনারায়ন সাহু,এডমিনিস্ট্রেটার বারিদ বরন মন্ডল প্রমুখ।শিবিরটি পরিচালনা করেন ডা: গৌতম জানা,সুতপা চ্যাটার্জী বায়েন,অশোক সাহু,রীতা ভুঞ্যা,গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখ।

ডা: অনুতোষ পট্টনায়ক জানিয়েছেন কাঁথির মানুষদের জন্যে সময়ের উপযোগী উদ্যোগ নিয়েছে কাঁথি লায়ন্স ক্লাব।প্রতি মাসে কলিঙ্গ হাসপাতালের চিকিৎস্যকেরা ভোলানাথ চক্ষু হাসপাতালে বসবেন।এর ফলে বহু মানুষ উপকৃত হবেন।কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জানা বলেন কাঁথির মানুষদের পাশে সব সময় থাকে আমাদের ক্লাব।আমরা সব সময় চেষ্টা করি নতুন কিছু করে পাশে থাকার,এই কর্মসূচী তারই উদ্যোগ।

No comments