Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফিল্মি কায়দায় অপহরণ মুক্তিপণ পুলিশের জালে ধরা পরল দুষ্কৃতী ১

ফিল্মি কায়দায় অপহরণ মুক্তিপণ পুলিশের জালে ধরা পরল দুষ্কৃতী ১
লরির চালককে রাস্তায়  দুষ্কৃতীরা অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে ,মুক্তিপণ ১২ লক্ষ টাকা চায় ।টাকা সময় মত না পেলে কিংবা পুলিশকে জানালে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয় ।…

 


ফিল্মি কায়দায় অপহরণ মুক্তিপণ পুলিশের জালে ধরা পরল দুষ্কৃতী ১


লরির চালককে রাস্তায়  দুষ্কৃতীরা অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে ,মুক্তিপণ ১২ লক্ষ টাকা চায় ।টাকা সময় মত না পেলে কিংবা পুলিশকে জানালে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয় ।বাড়ির লোক যোগাযোগ করে রামনগর থানায় ।৪ তারিখ বিকেলে রাস্তায় হাত দেখাতেই লড়ি নিয়ে দাঁড়িয়ে যায় তখনই বেশ কয়েকজন যুবক তাকে গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়ে নেয এবং জঙ্গলের দিকে নিয়ে চলে যায়।ঐদিন রাত্রি সাড়ে আটটা নাগাদ তার স্ত্রী শিবানী জানার কাছে ফোন আসে, রাজেন্দ্র কে অপহরণ করা হয়েছে তার মুক্তির জন্য বারো লক্ষ টাকা দিতে হবে। তখনই তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে শেষ পর্যন্ত পাঁচ লক্ষ টাকা রফা হয়। পরে পরিবারের লোকজন 5 তারিখ রামনগর থানায় এসে যোগাযোগ করেএবং সেই টাকা ৬ তারিখ বিকেলের মধ্যে দিয়ে দিতে হবে বলে জানায় অপহরণকারীরা। না টাকা জমা করলে  তার স্বামীকে খুন করা হবে বলে হুমকি আসতে থাকে।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দক্ষিণ করঞ্জির বাসিন্দা পেশায় ট্রাক চালক রাজেন্দ্র জানাকে অপহরণ করে দুষ্কৃতীরা ।গভীর রাতে রামনগর থেকে সাড়ে 300 কিলোমিটার দূরে উড়িষ্যার ফতেগর জঙ্গল থেকে রামনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে, সেই সঙ্গে এক অপহরণকারীকেও গ্রেফতার করে। ঘটনায় জানা যায় গত ৪ঠামে রামনগরের বাসিন্দা পেশাল ট্রাক চালক রাজেন্দ্ জানা অন্ধ থেকে মাছ বোঝাই লড়ি নিয়ে উড়িষ্যার দিকে আসছিলেন। তখনই উড়িষ্যার খুটিয়ার কাছে তার কাছে একটি ফোন আসে। যখন ওই জায়গায় 

পরিবারের লোকজন ৫ ইমে  তারিখ বিকালেই টাকা  নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেয়।  অপহরণকারীদের সঙ্গে ফোন ট্যাগ করতে থাকে পুলিশ। পরে ৬ তারিখ সন্ধ্যা নাগাদ একটি গভীর জঙ্গল থেকে রবীন্দ্র জানাকে উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে এক অপহরণকারী মনোজ খুঁটিয়াকে গ্রেফতার করেছে রামনগর থানার পুলিশ

No comments