এগরা ১ ব্লকের জেড়থান অঞ্চল তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় সাংগঠনিক সভা
দোরগোড়ায় পঞ্চায়েত ভোট। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যের শাসকদল। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান অঞ্চল তৃণমূলের উদ্যোগ…
এগরা ১ ব্লকের জেড়থান অঞ্চল তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় সাংগঠনিক সভা
দোরগোড়ায় পঞ্চায়েত ভোট। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যের শাসকদল। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান অঞ্চল তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় সাংগঠনিক সভা। এদিন জেড়থান হাইস্কুলের সভাগৃহে আয়োজিত দলের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন এগরা ১ ব্লক তৃণমূলের সভাপতি বিজন বিহারি সাউ, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, জেড়থান অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি, দলের অঞ্চল যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ বেরা, এগরা ১ ব্লকের কর্মাধ্যক্ষ অভিমন্নু দাস, এগরা ১ পঞ্চায়েত সমিতির সদস্য অতুল চন্দ্র দাস, আইয়ুব খান প্রমুখ। তৃণমূলের দাবি, জেড়থান গ্রাম পঞ্চায়েত এলাকায় সমস্ত বুথে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি সমস্ত বুথে এখন থেকে দেওয়াল লিখনের কাজ শুরু করতে হবে। তবে বিরোধীদের একইঞ্চিও জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। এদিনের সভায় শতাধিক তৃণমূলের কর্মী-সমর্থকেরা সামিল হন।
No comments