নতুন সংসদ ভবনের উদ্বোধন সজ্জায় মহিষাদলের বাঙালি শিল্পী
আজ, রবিবার২৮ শে মে। ওই ভবনের সজ্জার সঙ্গে যুক্ত ছিলেন এক বঙ্গসন্তান— গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তনী ততা খড়্গাপুর আইআইটির ভিসুয়াল আর্ট ও ডিজাইনের অধ্যাপক গৌরমোহন পাহাড়ি।…
নতুন সংসদ ভবনের উদ্বোধন সজ্জায় মহিষাদলের বাঙালি শিল্পী
আজ, রবিবার২৮ শে মে। ওই ভবনের সজ্জার সঙ্গে যুক্ত ছিলেন এক বঙ্গসন্তান— গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তনী ততা খড়্গাপুর আইআইটির ভিসুয়াল আর্ট ও ডিজাইনের অধ্যাপক গৌরমোহন পাহাড়ি। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে।
বর্তমানে দিল্লি প্রবাসী গৌরমোহন জানান, সংসদ ভবনের নানা শিল্পকর্মের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। তাঁর কথায়, “গাজিয়াবাদে হাজার স্কোয়ার বর্গ ফুটের একটি ওয়ার্কশপে কয়েক বছর ধরে কাজ হচ্ছে। সেখানে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যেমন কাজ করছেন, তেমনই কলকাতার রাজাবাজারের ১৫-১৬ জনও কর্মী রয়েছেন। তিনি জানান,এই নয়া সংসদ ভবন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গৌর। নতুন সংসদ ভবনের তিনটি দরজা রয়েছে— শক্তি, জ্ঞান, কর্ম। এই তিন দরজার ভিতরেই গৌরমোহনের নেতৃত্বে দুই পাশের দেওয়ালে লাগানো ছ'টি ১৮ ফুট বাই ১৮ ফুট পেতলের ‘মুর্যাল'। এছাড়া, নতুন ভবনের ‘কনস্টিটিউশনাল ফয়ারের' দেওয়ালে রয়েছে ১৫টি 'ফ্রেসকো'। ওই ফ্রেসকোর কাজে গৌরের সঙ্গে যুক্ত রয়েছেন কলকাতার আর্ট কলেজের বাঙালি শিল্পী কলেজের বাঙালি নীলকমল আদক, সাজেদা খাতুন, মনোজিত মল্লিক প্রমুখ। গৌর জানান, তাঁরা মুখ্যত নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুরের পরম্পররাকে ধরে রাখার চেষ্টা করেছেন। ফ্রেসকো'তে তুলে ধরা হয়েছে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ, গৌতম বুদ্ধের কাহিনী, রামায়ণের বিষয়। গৌরের কথায়, “প্রতি ক্ষেত্রেই মডেল তৈরি করে জমা দিতে হয়েছে। প্রাথমিক ভাবে কাজের প্রশংসা পেয়েছি। শিল্প নিয়ে প্রধানমন্ত্রীর অফিসের বিশেষ নজরদারি ছিল।”
No comments