হলদিয়ার বজ্রলালচক মোড়ে বামেদের নির্বাচনী সমাবেশহলদিয়া বন্দরঃ সিপিআইএম হলদিয়া ব্লক নির্বাচনী কমিটির ডাকে বুধবার বিকেলে হলদিয়ার বজ্রলালচক মোড়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তন্ম…
হলদিয়ার বজ্রলালচক মোড়ে বামেদের নির্বাচনী সমাবেশ
হলদিয়া বন্দরঃ সিপিআইএম হলদিয়া ব্লক নির্বাচনী কমিটির ডাকে বুধবার বিকেলে হলদিয়ার বজ্রলালচক মোড়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তন্ময় ভট্টাচার্য,পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি,জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক,অচিন্ত্য শাসমল,মন্দিরা পণ্ডা,হলদিয়া গ্ৰামীণ এরিয়া কমিটির সম্পাদক অমিতাভ পাল সহ অন্যরা।এদিনের সভায় হলদিয়া ব্লকের চারটি অঞ্চলের অসংখ্য বাম কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
No comments