আবাস যোজনা ঘরের ড্রইং ছাড়পত্র তুলে দিলেন পৌর আধিকারিক বৃন্দ
হলদিয়া পৌর এলাকায় আবাস যোজনা ঘরের বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। আবার নতুন করে ঘর দেওয়ার কাজ শুরু হয়েছে। হলদিয়া পৌর এলাকায় ২৯ টি ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচি এবং …
আবাস যোজনা ঘরের ড্রইং ছাড়পত্র তুলে দিলেন পৌর আধিকারিক বৃন্দ
হলদিয়া পৌর এলাকায় আবাস যোজনা ঘরের বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। আবার নতুন করে ঘর দেওয়ার কাজ শুরু হয়েছে। হলদিয়া পৌর এলাকায় ২৯ টি ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচি এবং ড্রপবক্সের মাধ্যমে আবেদন জমা নেওয়া হয়েছিল। যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় ৪১ জনকে আজ ড্রইং এবং ঘর করার ছাড়পত্র দেওয়া হল। ১নং ৩ নং এবং ৭ ওয়ার্ডে প্রায় ৪১ জনের হাতে আজকে ঘরের ড্রইং এবং ছাড়পত্র তুলে দিলেন হলদিয়া পৌরসভার প্রেস কনারে পৌর আধিকারিক বৃন্দ।
No comments