Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য - দেবাশিস পাহাড়ী

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য - দেবাশিস পাহাড়ী               আমার লেখা এই গোত্রের আগের ছ' টি কবিতার প্রতিপাদ্য ছিল --- হারিকেন, হাতপাখা, ঝর্ণা কলম, পালকি, গরুর গাড়ি এবং ঢেঁকি।
 এবার -- বায়োস্কোপ   .......
             …

 



 গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য - দেবাশিস পাহাড়ী

           

               আমার লেখা এই গোত্রের আগের ছ' টি কবিতার প্রতিপাদ্য ছিল --- হারিকেন, হাতপাখা, ঝর্ণা কলম, পালকি, গরুর গাড়ি এবং ঢেঁকি।


 এবার -- বায়োস্কোপ   .......


                আমাদের বাংলায় তথা দেশে হারিয়ে যাওয়া এক ঐতিহ্যবাহী শিল্প হলো বায়োস্কোপ।চৌকো হালকা টিনের বাক্সে গোলাকৃতি ৪/৬ টি কাঁচের জানালা গ্লাসের মত উঁচু করে বসানো থাকত। ২ টি প্যাডেল হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্থির ছবির রিলকে চলমান করত বায়োস্কোপওয়ালা।বাংলার চিরায়ত বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো এটা। অত্যন্ত জনপ্রিয় ছিল তা। ১৮৯৮ এ হীরালাল সেন এই টিনের বাক্সের  ব্যাপক লোকপ্রিয়তার সম্ভাবনার কথা মাথায় রেখে ব্যবসায়িকভাবে The Royal Bioscope Company র পত্তন করেন। তবে, তারও অনেক আগে, ১৫ শ সালের মাঝামাঝি এই যান্ত্রিক ব্যবস্থার প্রচলন হয় ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। আমার মতো যাঁরা অন্তত প্রৌঢ়ত্বে উপনীত হয়েছেন তাঁদের বায়োস্কোপ দেখার অভিজ্ঞতা আছে। রাজা রাজড়া, পাহাড় পর্বত ভূপ্রকৃতি, দেশ বিদেশের ছবি, ঘটনা, ইতিহাস, বৈজ্ঞানিক কর্মকাণ্ড, সিনেমা, খেলাধূলা -----  সবই দেখানো হতো এই বহনযোগ্য টিনের বাক্সে।


                  এই অর্থে বায়োস্কোপ হলো আধুনিক সিনেমার সূচনা পর্বের ব্যবস্থা। সিনেমার উপস্থিতি এবং বিবর্তনের ধাক্কায় বায়োস্কোপ কয়েক দশক অবলুপ্তির পথে পা বাড়িয়েছে। আমরা সেই স্মৃতিই বয়ে নিয়ে চলেছি ......... 


   #  চলমান ঘেরাটোপ    সাবেকের বায়োস্কোপ

আরে আরে পুকুরপাড়ে

চুপিসাড়ে কে ঐ যায়!

মাথার উপর কি গো ওটা

কি আছে ঐ বাক্সটায়!


হীরে আছে, আছে মানিক

জীবজন্তু পশুপাখি,

আমি কিন্তু যত্ন করে

এই বাক্সে লুকিয়ে রাখি।


এখানে পাবে উড়োজাহাজ

বিলাসবহুল রেলের গাড়ি ---

তাজমহলের মিলবে দেখা

রামমোহনের ভিটেবাড়ি।


আফ্রিকার ঘন জঙ্গল

আমাজনের লম্বা ঢেউ

আজ এনেছি তোমার পাড়ায়

দেখার সুযোগ ছেড়ো না কেউ।


চাঁদের পাহাড়, মহনায়ক

যা খুঁজবে সবই আছে  ;

বই এর পাতা বন্ধ করে

ছুট্টে এসো আমার কাছে।


হীরালাল সেন নাম শোনো নি?

নাম লেখা তাঁর ইতিহাসে 

ভারতীয়দের মধ্যে প্রথম

ভাবনাটি তাঁর মাথায় আসে।


তার আগে এর চলন ছিল

মধ্যপ্রাচ্য ইউরোপে ---

দর্শককুল মজেছিল

চলমান এই ঘেরাটোপে।


ঘুলঘুলি তার তিনটি দিকে

সেখানে চোখ রাখতে হয়

রোদ ঠেকাতে আচ্ছা করে

কাপড়ে মাথা ঢাকতে হয়।


আরেকদিকে দুইটি হাতল

কলওয়ালা ঘোরায় তাকে ---

সুর ছন্দে রসিয়ে রসিয়ে

বিবরণটাও বলতে থাকে।


ছেলেবেলায় ঢের দেখেছি

আর দেখেছেন বাবা- কাকা,

স্বপ্ন দেখার সজীব দলিল

স্মৃতির ছবির খাতায় আঁকা।


সিনেমার সে পূর্বপুরুষ 

ম্যাজিক বাক্স বায়োস্কোপ 

এখন স্মৃতির অস্তাচলে

অস্তিত্বই পেয়েছে লোপ ।।

No comments