Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের নির্মান কাজ শুরু হবে সরকারি সাহায্যে জানালেন উপাচার্য চন্দ্রদ্বীপা ঘোষ

থমকে থাকা মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের নির্মান কাজ শুরু হবে সরকারি সাহায্যে জানালেন উপাচার্য চন্দ্রদ্বীপা ঘোষ
হলদিয়া বন্দরঃ মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের কাজ ফের শুরু হতে চলেছে। ধাপে ধাপে হবে মূল ভবনের নির্…

 



থমকে থাকা মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের নির্মান কাজ শুরু হবে সরকারি সাহায্যে জানালেন উপাচার্য চন্দ্রদ্বীপা ঘোষ


হলদিয়া বন্দরঃ মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের কাজ ফের শুরু হতে চলেছে। ধাপে ধাপে হবে মূল ভবনের নির্মাণ কাজ। সেজন্য ফের আর্থিক সহযোগিতা করছে রাজ্য সরকার। জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য চন্দ্রদীপা ঘোষ। মহিষাদলের বামুনিয়া মৌজায় হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের পাশে ২০ একর জায়গায় নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে প্রাচীরের কাজ, তিনটি গেট তৈরির কাজ শেষ হয়েছে। হয়েছে মূল ভবনের ভিতের বেশ কিছু কাজ। জানা গিয়েছে, পরিকাঠামো তৈরির জন্য এপর্যন্ত ২৮ কোটি টাকা খরচ হয়েছে। সরকারিভাবে টাকা সরবরাহ না থাকার জন্য থমকে যায় নির্মাণকাজ। তবে বিশ্ববিদ্যালয়ের নামে ২০২০ সালে ছাত্র ভর্তি এবং পঠন-পাঠনের কাজ শুরু হয়েছে মহিষাদল রাজ কলেজে। প্রাথমিক পর্বে বাংলা, ইংরেজি, ইতিহাস এবং গণিত বিষয়ে পঠনপাঠন চলছে। পাশাপাশি তমলুকের নিমতৌড়ির মাতঙ্গিনী মহিলা কলেজে বিশ্ববিদ্যালয়ের আরও নতুন ক্লাস চালু হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্ৰদীপা ঘোষ জানান, “মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো প্রস্তুতের জন্য রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা থাকছে। দ্বিতীয় পর্বে টাকা বরাদ্দ হবে। সেজন্য চলছে প্রশাসনিক প্রক্রিয়া। পাশাপাশি পঠনপাঠনের কাজ চলছে। এলাকার ছাত্রছাত্রীদের চাহিদা বুঝে এপিডেমিওলজি পাবলিক হেল্থ অ্যাণ্ড নিউট্রিশান, ফিশারি সায়েন্স অ্যাণ্ড ম্যানেজমেন্ট, ডাটা সায়েন্স অ্যাণ্ড আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এবং মিলিটারি সায়েন্স উইথ এনসিসি ইমপ্লিকেশন কোর্স পড়ান হবে মাতঙ্গিনী কলেজে।”।

উপাচার্যের পাশাপাশি স্থানীয় বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী সজাগ ও সতর্ক রয়েছে। দ্রুত বিশ্ববিদ্যালয়ের নির্মান কাজ শুরু করার জন্য অর্থ বরাদ্দ করবেন। কাজ দ্রুত শুরু হবে। আমরাও বিভিন্ন সিএসআর এর অর্থ যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করে চলাচ্ছি। বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজ থমকে যাওয়ায় বিরোধীদের কটাক্ষের উত্তর দিয়ে বিধায়ক জানান, বিরোধীদের কাজই বিরোধিতা করা। এর আগে কতগুলো বিশ্ববিদ্যালয়  ছিলো। এখন কত গুলো হয়েছে।আমাদের সরকার উন্নয়ন কিভাবে করতে হয় তা জানে। তাই শিক্ষা থেকে স্বাস্থ্য সব দিকেই নজর রয়েছে। 

এখন দেখার থমকে থাকা বিশ্ববিদ্যালয়ের নির্মান কাজ কবে থেকে শুরু হয়। কবে থেকে নিজস্ব ভবনে পঠনপাঠন শুরু হয়।

No comments