Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাইক ও চার চাকার মুখোমুখি সংঘর্ষ , জখম ৩

বাইক ও চার চাকার মুখোমুখি সংঘর্ষ , জখম ৩ হলদিয়ায় সকাল সকাল রাস্তায় বাইক ও চার চাকার মুখোমুখি সংঘর্ষ , জখম ৩ শ্রমিক ।হলদিয়ায়  টাটা স্থায়ী  শ্রমিকের চারচাকা ,অস্থায়ী শ্রমিকদের স্কুটিতে মারল ধাক্কা ।জানা যায় , টাটা স্টিল কোম…

 



বাইক ও চার চাকার মুখোমুখি সংঘর্ষ , জখম ৩ 

হলদিয়ায় সকাল সকাল রাস্তায় বাইক ও চার চাকার মুখোমুখি সংঘর্ষ , জখম ৩ শ্রমিক ।হলদিয়ায়  টাটা স্থায়ী  শ্রমিকের চারচাকা ,অস্থায়ী শ্রমিকদের স্কুটিতে মারল ধাক্কা ।জানা যায় , টাটা স্টিল কোম্পানির নাইট শিফটের শ্রমিকরা যখন ডিউটি ছেড়ে বাড়ি যাচ্ছিলেন, ঠিক তখনই আই ও সি গেটের কাছাকাছি VIP রোডে টাটা স্টিলেরই পার্মানেন্ট এমপ্লয়িজ সুমন রায় টাউনশিপ থেকে মর্নিং সিফ্ট ডিউটি আসছিলেন।অভিযোগ ,নিয়ন্ত্রণ হারিয়ে  সজোরে এসে স্কুটিতে থাকা কয়েকজন অস্থায়ী শ্রমিককে ধাক্কা মারে। যার মধ্যে টাটা স্টিলেরই ক্যাজুয়াল শ্রমিক ৩ জন আহত হয়। একজনের নাম নাড়ুগোপাল জানা, যার নতুন স্কুটি দুমড়ে মুছড়ে যায় ।টাটায়  R.R.C- আন্ডারে  অস্থায়ী শ্রমিকরা কাজ করেন।  আর একজনের নাম সুরেন্দ্র প্রজাপতি। হলদিয়া লজিস্টিকের আন্ডারে কাজ করেন উনার পাঁজরে সজোরে লাগে এবং দু পায়ে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে উপস্থিত অন্যান্য শ্রমিকরা কোম্পানিতে খবর দেন এবং কোম্পানির অ্যাম্বুলেন্সে করে হলদিয়া হাসপাতালে নিয়ে যান।  সুরেন্দ্র প্রজাপতির জখম  এতটাই গুরুতর যে তাকে এখান থেকে কলকাতায় ট্রান্সফার করেন।টাটা ম্যানেজমেন্টের পক্ষ থেকে মিঃ সারিখ খান উপস্থিত ছিলেন।  আহত শ্রমিকদের চিকিৎসার জন্য বি জে এম সি ইউনিয়নের পক্ষ থেকে  সঙ্গে সঙ্গে ইউনিয়নের সদস্যরা মেনেজমেন্টের সঙ্গে দেখা করেন ।  ইউনিয়নের অভিযোগ , এক্সিডেন্ট এর ব্যাপারে কথা বলার জন্য টাটা স্টিলের এইচ আর অভীক চ্যাটার্জী সঙ্গে কথা বলার জন্য, কিন্তু উনি দেখাই করেননি । ঘাতক  গাড়িটা টাটা  কারখানার  মধ্যে রাখা আছে। টাটা স্টিল এন্ড টাটা পাওয়ার কন্ট্রাক্টর মজদুর সংঘের সম্পাদক চন্দন প্রামাণিক বলেন , টাটার স্থায়ী শ্রমিক সুমন রায় অ্যাকসিডেন্ট করার পর গাড়ি নিয়ে সোজা কারখানার ভেতর ঢুকে যায় এবং ডিউটি জয়েন করে, বর্তমান কর্মরত অবস্থায় রয়েছেন। জখম শ্রমিকদের অবস্থার কোন খোঁজ নেয়নি। তদন্তে পুলিশ।

No comments