Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিক্ষার সামগ্রিক বেসরকারীকরণের প্রতিবাদে জেলার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ডেপুটেশন

আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতকস্তরে ৪ বছরের ডিগ্রি কোর্স চালু সহ " কারিকুলাম এন্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক " এর মধ্য দিয়ে শিক্ষার সামগ্রিক বেসরকারীকরণের প্রতিবাদে জেলার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ডেপুটেশন 
 …

 



আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতকস্তরে ৪ বছরের ডিগ্রি কোর্স চালু সহ " কারিকুলাম এন্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক " এর মধ্য দিয়ে শিক্ষার সামগ্রিক বেসরকারীকরণের প্রতিবাদে জেলার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ডেপুটেশন 


  চার বছরের স্নাতক কোর্স  চালু করে উচ্চশিক্ষার  প্রাণসত্ত্বাহরণ এবং বেসরকারিকরণের প্রতিবাদে  আজ ১০ এপ্রিল ছাত্র সংগঠন AIDSO পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার আহ্বায়ক নিরুপমা বক্সী বলেন —

"জাতীয় শিক্ষানীতি'২০ 'র নির্দেশিকা মেনে ৪ বছরের ডিগ্রী কোর্স চালু, ৮২০৭টি সরকারি বিদ্যালয় বন্ধ করার পরিকল্পনা এবং কেন্দ্র সরকার যেভাবে এন সি ই আর টি 'র মাধ্যমে দশম ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস পরিবর্তন সহ মনীষীদের চিন্তাকে সরিয়ে দিচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে অর্থ বরাদ্দের যাবতীয় তথ্য রাজ্যপালের হাতে কুক্ষিগত করে শিক্ষার স্বাধিকার হরণ করছে, তার প্রতিবাদে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এ রাজ্যের তৃণমূল সরকার মুখে কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতা করলেও আসলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের ছাত্রস্বার্থবিরোধী শিক্ষানীতিকেই এ রাজ্যে লাগু করছে। ইউজিসি'র নির্দেশ মেনে রাজ্যে উচ্চশিক্ষার পাঠক্রম প্রসঙ্গে রাজ্য শিক্ষা দপ্তর কয়েকদিন আগে এক নির্দেশিকার মাধ্যমে ঘোষনা করেছে  যে — এখন থেকে স্নাতক ডিগ্রি কোর্সের পাঠ্যক্রম চার বছরের জন্য স্থির করা হচ্ছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, এই চার বছরের মধ্যে প্রথম বছরের পরই  থাকবে 'মাল্টিপল এন্ট্রি ও এক্সিট' র সুবিধা।  নতুন ব্যবস্থায় তিন বছরের ডিগ্রি কোর্সকে চার বছরের কোর্সে পরিণত করে ছাত্র-ছাত্রীদের আরও ১ বছরের বাড়তি খরচের বোঝা চাপিয়ে দেওয়া হবে৷ উচ্চশিক্ষা আরো ব্যয়-বহুল হয়ে পড়বে—যা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীরা বহন করতে পারবে না। ফলে বাড়বে ড্রপ আউট। এইভাবে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটাই পরিচালিত হবে ৷ আসলে এই পদ্ধতিতে  উচ্চশিক্ষায় শিক্ষার মান সম্পূর্ণ ধ্বংস হবে, কলেজগুলি পরিনত হবে পরিকাঠামোহীন ডিগ্রি কেনা-বেচার জায়গায় ৷  শিক্ষা ধ্বংসের এই নীল নক্সা জাতীয় শিক্ষানীতি ২০২০ যেভাবে সারা দেশের পাশাপাশি এই রাজ্য কার্যকরী হচ্ছে তার বিরুদ্ধে আগামী দিনে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে উঠবে।"

No comments