Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তিন মাসের মধ্যেই হলদিয়াবাসীর স্বপ্ন পূরণ করবে আধুনিক বাস স্ট্যান্ড- পৌর প্রশাসক

তিন মাসের মধ্যেই হলদিয়াবাসীর স্বপ্ন পূরণ করবে আধুনিক বাস স্ট্যান্ড- পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জিভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/u53M0ajWhaI অত‍্যাধুনিক বাসস্ট‍্যাণ্ড গড়ে উঠতে চলেছে হলদিয়া টাউনশিপে ।  টাউনশিপে এই সেন্ট…

 



তিন মাসের মধ্যেই হলদিয়াবাসীর স্বপ্ন পূরণ করবে আধুনিক বাস স্ট্যান্ড- পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জি

ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/u53M0ajWhaI

 অত‍্যাধুনিক বাসস্ট‍্যাণ্ড গড়ে উঠতে চলেছে হলদিয়া টাউনশিপে ।  টাউনশিপে এই সেন্ট্রাল বাসস্ট‍্যাণ্ডের আনুষ্ঠানিক শীলান‍্যাস করেছিলেন ২১ শে জানুয়ারি ২০২২ হলদিয়া পুর-প্রধান সুধাংশু মণ্ডল ।  উপস্থিত ছিলেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল,সিআইসি স্বপন নস্কর, আজিজুল রহমান,আইওসি'র হলদিয়া রিফাইনারির পদস্থ কর্তা শম্ভু চক্রবর্তী প্রমুখ । এদিন নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেছিলেন চেয়ারম্যান । পুর-পরিষেবায় উন্নত বাসস্ট‍্যাণ্ড গড়তে ৮ কোটি টাকা সহযোগিতা করছে হলদিয়া রিফাইনারি । হলদিয়া পুরসভা খরচ করছে ৪ কোটি টাকা । মোট ১২ কোটি টাকা খরচে আগামী সাত মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার টার্গেট থাকলেও বছর ঘুরে গেল তবুও কাজ শেষ হলনা ।  জানা যায় বাসকর্মীদের পাশাপাশি গন্তব্যে ফিরতে না পারা যাত্রীদের রাত্রিবাসের ব‍্যবস্থা থাকছে এই বাসস্ট্যান্ডে । সেজন‍্য ত্রিতল বিশিষ্ট অতিথিনিবাস গড়ে উঠবে । থাকছে ক‍্যান্টিন,পানীয় জল,শৌচাগারের সুব‍্যবস্থা । কলকাতা,বর্ধমান,বঁকুড়া,ঝাড়গ্রাম,দিঘা সহ বিভিন্ন সড়ক পথে দেড় শতাধিক বাস চলাচল করে এই বাসস্ট‍্যাণ্ড থেকে । কিন্তু এতদিন বেহাল অবস্থায় ছিল বাসস্ট‍্যাণ্ডটি । বর্ষায় জল-কাদায় অবস্থা আরও বেহাল হয়েছে । সেই জায়গায় এমন উদ‍্যোগ জরুরি প্রয়োজন ছিল বলে বাসকর্মী থেকে স্থানীয়রা জানান । নাগরিক পরিষেবা উন্নত করতে এই আধুনিক মানের বাসস্ট্যান্ড গড়া হচ্ছে বলে জানিয়ে ছিলেন পুর-প্রধান । হলদিয়া রিফাইনারির পদস্থ কর্তা জানিয়িছিলেন,"হলদিয়া রিফাইনারি সব সময় সামাজ কল‍্যাণ কাজে গুরুত্ব দিয়ে থাকে । হলদিয়া টাউনশিপে সেন্ট্রাল বাসস্ট্যান্ড নির্মাণ তেমন একটি পদক্ষেপ । আমরা হলদিয়াবাসীর পাশে ছিলাম,আছি,থাকব ।" 

প্রসঙ্গত, ৫ ই সেপ্টেম্বর হলদিয়া পৌরসভা বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল।  ৬ ই সেপ্টেম্বর২০২২ থেকে হলদিয়ার এসডিও পৌর প্রশাসক হিসাবে কাজ করছেন। সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাজ চলছে জোরকদমে। আগামী তিন মাসের মধ্যেই কাজ শেষ হবে বলে জানালেন পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জী। তিনি আসাবাদী এই বাসস্ট্যান্ড রাজ্যের মধ্যে অন্যতম বাস স্ট্যান্ড হয়ে উঠবে।

No comments