সিপিইটি এবং সিএসটিএস-হলদিয়ার উদ্যোগে এক দিনের ওয়ার্কশপসেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (সিআইপিইটি) সেন্টার অফ স্কিলিং এন্ড টেকনিক্যাল সাপোর্টেড এসটিএস-হলদিয়ার উদ্যোগে এক দিনের ওয়ার্কশপের জন্…
সিপিইটি এবং সিএসটিএস-হলদিয়ার উদ্যোগে এক দিনের ওয়ার্কশপ
সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (সিআইপিইটি) সেন্টার অফ স্কিলিং এন্ড টেকনিক্যাল সাপোর্টেড এসটিএস-হলদিয়ার উদ্যোগে এক দিনের ওয়ার্কশপের জন্য আয়োজন করেছেন হলদিয়া প্রেস কর্নারে। হলদিয়া শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন শিল্প সংস্থার আধিকারিকদের নিয়ে
"প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা (PWM) নিয়মের কার্যকর বাস্তবায়নের বিষয়ে সচেতনতা কর্মসূচি হয়।সিপিইটি পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মিঃ শিশির মন্ডল, সহকারী পরিবেশ।ইঞ্জিনিয়ার, WBPCBঅধ্যাপক অরুণাভ মজুমদার পরিচালক-অধ্যাপক ও প্রধান ।স্যানিটারি ইঞ্জিনিয়ার, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ।
মিসেস কে সিরিশা দেবী,ম্যানেজার (টি), সিপিইটি হলদিয়া মিঃ প্রশান্ত লোহাদে বিএএসএফ, গুজরাট। দেবব্রত দে ডিজিএম-বিজনেস উন্নয়ন, এইচপিএল।
সিপিইটি সমস্ত প্রতিনিধিদের স্বাগত জানান ম্যানেজার কে সিরিশা নিয়ে দেবী। রাজ্য কেন্দ্র সরকার নিম্নমানের প্লাস্টিক বর্জন করেছে কিন্তু এখনো বহু জায়গায় সেই প্লাস্টিক ব্যবহার হয় একটাই অজুহাত হয়। যেখান থেকে প্রোডাকশন হচ্ছে সেগুলোকে কেন বন্ধ হচ্ছে না। সেই বিষয়ে প্রশ্ন করলে মিঃ সিরিশা মণ্ডল বলেন প্রত্যেকটি কারখানায় জানিয়ে দেওয়া হয়েছে ওই ধরনের মাইগ্রেনের প্লাস্টিক করা যাবে না যারা করবে তাদেরকে জরিমানা করা হবে তারপরেও সচেতন করতে এই ধরনের সভা আহবান করা হয়েছে।
No comments