Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পলিথিন-চৌবাচ্চায় কম সময়ে বেশি লাভ মাগুর-শিঙি মাছের প্রজননে আয়ের দিশা নন্দীগ্রামে

পলিথিন-চৌবাচ্চায় কম সময়ে বেশি লাভ মাগুর-শিঙি মাছের প্রজননে আয়ের দিশা নন্দীগ্রামেঅভিনব পলিথিন-চৌবাচ্চায় নামমাত্র খরচে, কম সময়ে বেশি লাভ – বিলুপ্তপ্রায় দেশী মাগুর-শিঙি মাছের প্রজননে আয়ের দিশা নন্দীগ্রামেকম খরচে বিলুপ্তপ্রায় দেশী …

 



পলিথিন-চৌবাচ্চায় কম সময়ে বেশি লাভ মাগুর-শিঙি মাছের প্রজননে আয়ের দিশা নন্দীগ্রামে

অভিনব পলিথিন-চৌবাচ্চায় নামমাত্র খরচে, কম সময়ে বেশি লাভ – বিলুপ্তপ্রায় দেশী মাগুর-শিঙি মাছের প্রজননে আয়ের দিশা নন্দীগ্রামে

কম খরচে বিলুপ্তপ্রায় দেশী মাগুর-শিঙি মাছের প্রজনন করে চারা উৎপাদন করে আয় -হাজারো বেকারদের নতুন কর্মের দিশা । মাত্র বিশ হাজারে শুরু লাভের ব্যবসা! প্রতি পলিথিন-চৌবাচ্চায় দেশী মাগুর-শিঙি মাছের পঞ্চাশ হাজার রেনুপোনা উৎপাদন করে এক লক্ষ টাকা লাভ।  নন্দীগ্রাম-১ নম্বর ব্লকে দেশী মাগুর-শিঙি মাছের প্রজননে আয়ে করে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে হরিপদ দাস , বিশ্বজিত বর্মনের মতো যুবক । বাঁশ, পলিথিন, দড়ি ব্যবহার করে গোটা পাঁচেক ট্যাংক বানিয়েছেন হরিপদ । দশ ফুট চওড়া, বারো ফুট লম্বা ও দেড় ফুট গভীর এক একটা চৌবাচ্চার পরিমাপ। এই পলিথিন-চৌবাচ্চা পাইপ সবকিছু মিলিয়ে মোট হাজার বিশেক টাকা মূলধন লাগে।  মাত্র বিশ হাজার টাকার মূলধন লাগিয়ে দেশী মাগুর-শিঙি মাছের প্রজনন করে চারা উৎপাদন করে এক একটা পলিথিন-চৌবাচ্চা থেকে এক লক্ষ টাকা লাভ হচ্ছে। নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের বনশ্রী গৌরি গ্রামের এই উদ্যোগী যুবক হরিপদ দাস বলেন, “মাছের হ্যাচারী বানাতে অনেক খরচ, তাই কম খরচে এই অভিনব পদ্ধতিতে মাছের প্রজনন করাচ্ছি, ব্লক মৎস্য আধিকারিকের সাহায্য পাচ্ছি, ইচ্ছে আছে বড় একটি প্রকল্প করব”। আর এক উদ্যোগী যুবক বিশ্বজিত বর্মন “ বাজারে দেশি মাগুর শিঙির ভালোই চাহিদা রয়েছে, মাছ চাষিরা দেশি মাগুরের চারা নিয়ে গিয়ে চাষ করে লাভও পাবেন ভালো” ।  নন্দীগ্রাম-১ নম্বর ব্লক মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন, “কম খরচে অভিনব এই প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এতে দেশী মাগুর-শিঙি মাছের উৎপাদন অধিক পরিমাণে বৃদ্ধি করা সম্ভব হবে। দেশী মাগুর –শিঙি মাছ চাষ ও প্রজনন একটি লাভজনক পেশা। দেশী মাগুর –শিঙি মাছ প্রজনন বাড়লে চাষও বাড়বে চাষের মাধ্যমে যেমন মাছের চাহিদা পূরণ করা যাবে তেমনি বেকারত্ব দূর করা সম্ভব”।

No comments