Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া জুড়ে ফের আপ-এর পোষ্টার,বিতর্ক

হলদিয়া জুড়ে ফের আপ-এর পোষ্টার,বিতর্ক
হলদিয়া বন্দরঃ: দোরগোড়ায় আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন।পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে ভোটের প্রস্তুতি শুরু করেছে।শাসকদল তৃনমূলের পাশাপাশি বিজেপি,সিপিএম ও …

 




হলদিয়া জুড়ে ফের আপ-এর পোষ্টার,বিতর্ক


হলদিয়া বন্দরঃ: দোরগোড়ায় আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন।পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে ভোটের প্রস্তুতি শুরু করেছে।শাসকদল তৃনমূলের পাশাপাশি বিজেপি,সিপিএম ও কংগ্রেস গ্ৰামাঞ্চল এলাকায় পাড়ায় পাড়ায় জনসংযোগে নেমে পড়েছে।এবার ভোট প্রচারে নামল আম আদমি পার্টি।অতিরিক্ত বিদ্যুৎ বিল মুকুবের দাবি নিয়ে হলদিয়ার গ্ৰাম থেকে শহর সর্বত্র আম আদমি পার্টি (আপ) কে ভোট দেওয়ার জন্য পোষ্টার লাগানো শুরু হয়েছে।সাদাকালো পোষ্টারে আপ দলের প্রতীক,অরবিন্দ কেজরিওয়ালের ছবি সহ এক ব্যাক্তির ছবি এবং মোবাইল নম্বর দেওয়া রয়েছে।সূত্রের খবর হলদিয়ায় এই পোষ্টার নতুন নয়,গতবছর জুন মাসে একই রকম ভাবে আম আদমি পার্টির সদস্যপদ নেওয়ার জন্য হলদিয়ার বজ্রলালচক,সিটি সেন্টার,কদমতলা সহ বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগানো ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল।ফেস্টুনে থাকা ব্যাক্তির নাম সেক আমিনুল।তিনি হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত বাড়ঘাসীপুরের বাসিন্দা।নিজের ছবি ও মোবাইল নম্বর দিয়ে এভাবে ফেস্টুন ও পোষ্টার সাঁটানোর অভিযোগ ওঠে‌।এই ঘটনার খবর জানা মাত্রই রাজ্য নেতৃত্বের পরামর্শ অনুযায়ী সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা ইনচার্জ সুব্রত সাহু সোমবার ভবানীপুর থানায় অভিযোগ জানিয়েছেন।ওই ব্যক্তিকে চিহ্নিত করে আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে আপের তরফে।ফের বছর না ঘুরতে ঘুরতেই তিনি আবার সক্রিয় হয়ে উঠেছেন। এবার রীতিমতো ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে।তবে কি পঞ্চায়েত ভোটের লড়াই এর জন্য আপ এরাজ্যে শক্তিশালী হচ্ছে।আম আদমি পার্টির জেলা নেতৃত্ব জানিয়েছেন বিষয়টি তাদের জানা ছিল না।খতিয়ে দেখে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা হলে আইনত ব্যবস্থা নেবে।

No comments