Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অগ্নি পরিষেবা দিবস

অগ্নি পরিষেবা দিবসস্কুল পাঠ্যক্রমে ফায়ার সেফটি নিয়ে পড়ানোর পরামর্শ দিলেন হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার(ট্রাফিক) অভয়কুমার মহাপাত্র। শুক্রবার হলদিয়া বন্দরে ‘ফায়ার সার্ভিস উইক’এর সূচনা করে একথা বলেন তিনি। তাঁর পরামর্শ, হলদিয়া শিল…

 



অগ্নি পরিষেবা দিবস

স্কুল পাঠ্যক্রমে ফায়ার সেফটি নিয়ে পড়ানোর পরামর্শ দিলেন হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার(ট্রাফিক) অভয়কুমার মহাপাত্র। শুক্রবার হলদিয়া বন্দরে ‘ফায়ার সার্ভিস উইক’এর সূচনা করে একথা বলেন তিনি। তাঁর পরামর্শ, হলদিয়া শিল্পাঞ্চলের সরকারি, বেসরকারি সমস্ত স্কুলে এই পাঠ্যক্রম আবশ্যিক হওয়া প্রয়োজন। বন্দরের পাশাপাশি বিভিন্ন শিল্প সংস্থার উদ্যোগে স্কুল পড়ুয়াদের নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণ দেওয়া দরকার। ছোটখাট আগুন নেভানো সম্পর্কে সাধারণ ধারণা থাকা জরুরি। এরজন্য স্কুলে স্কুলে এবিষয়ে মহড়া হওয়া দরকার।

তিনি বলেন, শুধু স্কুল নয়, হলদিয়ার মতো শিল্পাঞ্চলের পরিবারগুলিকেও সচেতন করতে হবে এবিষয়ে। কারণ হলদিয়ায় বহু রাসায়নিক শিল্প ও পেট্ররাসায়নিক শিল্প থাকার কারণে বহু প্রশিক্ষিত দমকল কর্মী রয়েছেন। তাঁদের মাধ্যমে বন্দর শহরে সচেতনতা ক্যাম্প করা দরকার। 

ফায়ার সার্ভিস উইক উপলক্ষে এদিন বন্দরের অয়েল জেটি সংলগ্ন এলাকায় অগ্নি সুরক্ষার মহড়া দেন বন্দরের দমকল কর্মীরা। তাঁদের অগ্নি সুরক্ষার শপথবাক্য পাঠ করান বন্দরের সিনিয়র ফায়ার অ্যান্ড সেফটি অফিসার কমলকৃষ্ণ রায়। ১৪-২০এপ্রিল পর্যন্ত ফায়ার সার্ভিস উইকজুড়ে অগ্নি নিরাপত্তার সচেতনতায় একাধিক কর্মসূচি নিয়েছে বন্দর। 

বন্দরের দমকল কর্মীরা বলেন, বন্দর এলাকায় অগ্নি সুরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হলেও বেশকিছু ক্ষেত্রে সমন্বয়ের অভাব রয়েছে। বন্দর এলাকায় নেটওয়ার্কিংয়ের সমস্যার জন্য অনেক সময় যোগাযোগ ব্যাহত হয়।

আজকের সভায় উপস্থিত ছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট হলদিয়া বন্দরে আধিকারিক বৃন্দ ছিলেন অভয় মহাপাত্র জিএম,ট্রাফিক,শশাঙ্ক পণ্ডিৎ সিনিয়র ডেপুটি ম‍্যা্যানেজার,কমল কুমার রায় ফায়ার অফিসার

No comments