Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রসঙ্গ : তারার দেশে - দেবাশিস পাহাড়ী

প্রসঙ্গ :  তারার দেশে - দেবাশিস পাহাড়ী 
গত পরশু স্কুলে ATL ল্যাবে দূরবীণের দিকে তাকিয়েছিলাম। উৎসাহী ছাত্রবৎসল দুজন মাস্টারমশায়ের সঙ্গে কথা হচ্ছিল  বাচ্চাদের কখন কিভাবে দেখানো যায় আকাশ সে বিষয়ে। সেই প্রসঙ্গে একটা ছড়া....
ঐ কলম…

 




প্রসঙ্গ :  তারার দেশে - দেবাশিস পাহাড়ী 


গত পরশু স্কুলে ATL ল্যাবে দূরবীণের দিকে তাকিয়েছিলাম। উৎসাহী ছাত্রবৎসল দুজন মাস্টারমশায়ের সঙ্গে কথা হচ্ছিল  বাচ্চাদের কখন কিভাবে দেখানো যায় আকাশ সে বিষয়ে। সেই প্রসঙ্গে একটা ছড়া....


ঐ কলমেই হালকা একটা স্কেচ করার চেষ্টা করলাম ......


         আকাশ ভরা  গ্রহ তারা   


                         লেখা ও  স্কেচ :  দেবাশিস পাহাড়ী 


তীর ধনু হাতে আর

অস্ত্রের ঝংকার

চেয়ে দেখো উন্মনে 

কোমরের বন্ধনে

                           তলোয়ার   শোভে   তার

                            বলো কার , বলো কার?


আকাশের বুকে আলো

মিটমিটে বড়ো ভালো

ইথারের ঝুঁটি ধরে

ডানা মেলে ঝপ্ করে

                           দূরবীণ   যদি   থাকে 

                           দোলা দিই ভাবনাকে।


কোন্ তারা তেজে ভরা

কোন্ টি বা টিমটিমে

কেউ ছোটে উত্তরে

পুবে আর পশ্চিমে ....

                           শুকতারা    অক্ষয়

                           মোটেও সে তারা নয়।


আকাশের নীলিমায়

দৃষ্টি হারিয়ে যায়

মহাকাশযানে চড়ে

পৃথিবীর টান ছেড়ে

                         অচেনা  সে  আঙিনায়

                         বলো কে না যেতে চায়!


বিজ্ঞান মনেপ্রাণে

মুখরিত জয়গানে

দেশে দেশে দিকে দিকে

খুশির বার্তা আনে

                        ঘূণ ধরা জড় বোধে 

                        চরম আঘাত হানে।

No comments