Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটার গ্রামীণ লোকসংস্কৃতি পীঠফুঁড়ানি চড়ক

সুতাহাটার গ্রামীণ লোকসংস্কৃতি পীঠফুঁড়ানি চড়কভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/H7XemOhLpFYসুতাহাটার ঐতিহ্য গোপালপুর গ্রামের প্রাচীন লোকসংস্কৃতি পীঠফুঁড়ানি চড়কে লোকসমাগম চোখে পড়ার মতো। আজ গোপালপুর গ্রামের শিবমন্দির সংলগ্ন মাঠ…

 




সুতাহাটার গ্রামীণ লোকসংস্কৃতি পীঠফুঁড়ানি চড়ক

ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/H7XemOhLpFY

সুতাহাটার ঐতিহ্য গোপালপুর গ্রামের প্রাচীন লোকসংস্কৃতি পীঠফুঁড়ানি চড়কে লোকসমাগম চোখে পড়ার মতো। আজ গোপালপুর গ্রামের শিবমন্দির সংলগ্ন মাঠে সহস্রাধিক


মানুষের সমাগমে বুবাই সাঁতরার পীঠ ফুঁড়িয়ে চড়ক শুরু হয়।

রাত্রি সাড়ে সাতটায় শিবের জয়ধ্বনি দিয়ে ভক্তপ্রাণ মেতে ওঠে।দেড়শো বছরের প্রাচীন এই লোকসংস্কৃতি ষাট বছরের শিব ও নীলপুজো পরিচালনা করেন গ্রামবাসীবৃন্দ।মূলত বশিষ্ট দাস,মধুসূদন বাবু,বীরেশ্বর পণ্ডা প্রমুখের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান হয়।বিশেষ বই তন্দ্রা দাসের লেখা পীঠফুঁড়ানি চড়কের উপর 'শঙখধ্বনি' প্রকাশিত হয়।প্রকাশ করেন গ্রামের নবতীপর বশিষ্ট দাস,উপস্থিত ছিলেন লেখিকা তন্দ্রা দাস,প্রকাশক তিতীর্ষু র পক্ষে চন্দন দাস,সাংবাদিক দুর্গাপদ মিশ্র,বীরেন্দ্রনাথ মাইতি,শিক্ষক প্রাণনাথ শেঠ,অমিয় কুমার মাইতি, কবি ছড়াকার সুকুমার মিস্ত্রি, শিশির বাগ,শ্রাবণী বসু,কাশীনাথ চক্রবর্তী, কৃপান মৈত্র প্রমুখ।চড়ক উপলক্ষে মেলায় নানা পসরা নিয়ে দোকানপাট বসেছিল।ভীড়ও ছিল ভালোই।

মেলা প্রাঙ্গণে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


No comments