Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

JEE Main এর জন্য কি ভাবে প্রস্তুতি নেবেন? পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ শিক্ষক ড. অনির্বাণ দাস

JEE Main এর জন্য কি ভাবে প্রস্তুতি  নেবেন? পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ শিক্ষক   ড. অনির্বাণ দাস, প্রফেসর, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট , কলকাতা 
JEE MAINS: প্রস্তুতির ৭ টি পয়েন্টপ্রফেসর ড. অনির্বাণ দাস , প্রফেসর &…




JEE Main এর জন্য কি ভাবে প্রস্তুতি  নেবেন? পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ শিক্ষক   ড. অনির্বাণ দাস, প্রফেসর, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট , কলকাতা 


JEE MAINS: প্রস্তুতির ৭ টি পয়েন্ট

প্রফেসর ড. অনির্বাণ দাস , 

প্রফেসর & ভাইস প্রেসিডেন্ট- ইনোভেশন কাউন্সিল, 

ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট , কলকাতা


JEE  mains এই পরীক্ষাটির দ্বিতীয় সিজিন প্রায় চলে এলো I একদম কাছেই I  এপ্রিলেই  I

এই সীমিত  সময়ের মধ্যে নিজেদের তৈরি করার জন্য কিছু বিশেষ পন্থা অবলম্বন করা দরকার I বুদ্ধিদীপ্ত স্ট্রাটেজি ও উপযুক্ত   পরিকল্পনাই কিন্তু সাফল্যের দুয়ার খুলে দিতে পারে I


প্রথম পয়েন্ট: 

ক্লাস XI ও XII এর NCERT এর পাঠ্যক্রম অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নেওয়া প্রয়োজন I সময় এর অভাব হলে কিছু কুইক নোটস রেডি করা যেতে পারে , যাতে একটা ম্যারাথন ভাবে বিষয় গুলো ঝালিয়ে নেওয়া যেতে পারে I

দ্বিতীয় পয়েন্ট:

প্রথমেই বুঝতে হবে JEE MAINS  এর একটা প্যাটার্ন আছে I সেই প্যাটার্ন ধরে একটু আনালিসিস করে পূর্ববর্তী পরীক্ষাগুলোর এক্সাম প্যাটার্ন বুঝে প্রস্তুতি নিতে হবে I এই গত কয়েক বছরের  পেপার গুলো সমাধান করতে করতে বুঝতে পারবে , কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, কিংবা নিজের অবস্থান তা ঠিক কোথায় I আরিহান্ট এর গত কয়েক বছরের প্রশ্নপত্র অনুধাবন করা প্রয়োজন ও সেইভাবে প্রস্তুতি নেওয়া দরকার; তাহলে যে সব চাপ্টারগুলো থেকে অত্যাবশ্যকভাবে প্রশ্ন আসে , সেগুলোর উপর জোর দিতে হবে I

তৃতীয় পয়েন্ট:

সামগ্রিকভাবে একটি টাইম টেবিল বানানো প্রয়োজন যাতে সব  সাবজেক্ট গুলোতে সঠিক সময় দেওয়া যায়  ও রিভিশন করার সুযোগ থাকে I একটিদিনের জন্যও  যাতে রিভিশন বাদ না যায়, সেই দিকে নজর দিতে হবে I

চতুর্থ  পয়েন্ট:

মক টেস্ট গুলো টাইম ধরে প্রাকটিস করতে হবে I মক টেস্ট গুলো সবসময়  ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে অভ্যাস করা উচিত, যেটা আসল পরীক্ষাতে খুব কাজে আসবে I পড়ার সময় একটা ব্যাপার খেয়াল রাখা উচিত যে , কখনো মুখস্ত করে এই পরীক্ষাতে ভালো কিছু করা সম্ভবপর নয় I তাই কনসেপ্ট গুলো বুঝে, তারপরই  প্রব্লেম গুলো অনুশীলন করা দরকার I কনসেপ্ট যদি  স্বচ্ছ না হয় , কোনো প্রব্লেম সল্ভ করার জন্য কখনোই সঠিক ফর্মুলা নির্বাচন করা যাবে না  I তাই সাবজেক্ট ম্যাটার এর ভালো ধারণা থাকা দরকার তাছাড়া প্রয়োগমূলক প্রশ্নের উত্তর করা যাবে না I সাবজেক্ট ধরে ধরে ফর্মুলা এর একটা আলাদা কনটেন্ট ওয়ান শর্ট রিভিউ এর জন্য বানানো দরকার I

পঞ্চম  পয়েন্ট:

দ্রুততার সাথে নির্ভুল সমাধানই  অনেক পার্থক্য গড়ে দিতে পারে I  শুধু থিওরির মধ্যে  সীমাবদ্ধ না থেকে , প্রব্লেম সলভিং মানসিকতা গড়ে তুলতে হবে , যেটা একমাত্র বারংবার অনুশীলন দ্বারাই সম্ভব I যেহেতু MCQ প্যাটার্ন এ পরীক্ষা হয় , নিশ্চিত না হয়ে অপসন নির্বাচন একেবারেই করা যাবে না I

ষষ্ঠ পয়েন্ট:

বিভিন্ন চ্যাপ্টার এর গুরুত্ব বিভিন্ন রকম  I তাই সেটা বুঝে সীমিত সময়ে নিজেকে নিয়োজিত করতে হবে I খুব বেশি সংখ্যক বই নির্বাচন করা উচিত নয়, কারণ তাতে সমস্যা বাড়েই I

কয়েকটি বই এক্ষেত্রে রেফার করা যেতে পারে :

ফিজিক্স: 

Problems in General Physics, I.E. Irodov

 Concepts of Physics, part I & II , H.K.VERMA

Physics for JEE (Main and Advanced), D.C. Pandey 

Objective NCERT at your fingertips ( Physics)

ম্যাথমেটিক্স:

Mathematics for Class XII & XII, R.D. Sharma

Objective Mathematics for JEE (Volume I & II), R.D. Sharma

Skills in Mathematics for JEE Main and Advanced, Amit Agarwal

Objective NCERT at your fingertips ( Mathematics)

কেমিস্ট্রি:

Modern Approach to Chemical Calculations, R.C. Mukherjee

Organic Chemistry for JEE (Main and Advanced), Solomons, Fryhle, Snyder

A Text book of Physical Chemistry for Competitions, O.P.Tandon & A.S. Singh

GRB Numerical Chemistry,  P. Bahadur

Objective NCERT at your fingertips ( Chemistry)

সপ্তম পয়েন্ট:

পরীক্ষার সম্পূর্ণ বিবরণের একটা সঠিক ধারণা থাকা দরকার I একঝলক দেখে নেওয়া যাক :

বিষয়   বিবরণ

পরীক্ষার   ধরণ অনলাইন

পরীক্ষার   বিষয় ফিজিক্স , কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, 

প্রশ্নপত্রের ভাষা হিন্দি , ইংলিশ ,  বাঙ্গালী, গুজরাটি , অসমীয়া , কন্নড , মালায়ালম , ওড়িয়া , পাঞ্জাবি , তামিল , তেলেগু , উর্দু

সময় ১৮০ মিনিট

প্রশ্নের সংখ্যা ৯০

প্রশ্নের টাইপ মাল্টিপল চয়েস

ফুল মার্ক্স্ ৩০০

মার্কিং স্কিম সঠিক MCQ অপশনের জন্য +4 , ভুল MCQ অপশনের জন্য -1

এই অতিঅল্প সময়ে উপরোক্ত ৭ টি পয়েন্ট এর উপর জোর দিলে JEE MAINS এ আশানুরূপ রাংক আসা অনেকটাই নিশ্চিত I


JEE Main এর জন্য কি ভাবে প্রস্তুতি  নেবেন? পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ শিক্ষক   ড. অনির্বাণ দাস, প্রফেসর, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট , কলকাতা 


JEE MAINS: প্রস্তুতির ৭ টি পয়েন্ট

প্রফেসর ড. অনির্বাণ দাস , 

প্রফেসর & ভাইস প্রেসিডেন্ট- ইনোভেশন কাউন্সিল, 

ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট , কলকাতা


JEE  mains এই পরীক্ষাটির দ্বিতীয় সিজিন প্রায় চলে এলো I একদম কাছেই I  এপ্রিলেই  I



এই সীমিত  সময়ের মধ্যে নিজেদের তৈরি করার জন্য কিছু বিশেষ পন্থা অবলম্বন করা দরকার I বুদ্ধিদীপ্ত স্ট্রাটেজি ও উপযুক্ত   পরিকল্পনাই কিন্তু সাফল্যের দুয়ার খুলে দিতে পারে I


প্রথম পয়েন্ট: 

ক্লাস XI ও XII এর NCERT এর পাঠ্যক্রম অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নেওয়া প্রয়োজন I সময় এর অভাব হলে কিছু কুইক নোটস রেডি করা যেতে পারে , যাতে একটা ম্যারাথন ভাবে বিষয় গুলো ঝালিয়ে নেওয়া যেতে পারে I

দ্বিতীয় পয়েন্ট:

প্রথমেই বুঝতে হবে JEE MAINS  এর একটা প্যাটার্ন আছে I সেই প্যাটার্ন ধরে একটু আনালিসিস করে পূর্ববর্তী পরীক্ষাগুলোর এক্সাম প্যাটার্ন বুঝে প্রস্তুতি নিতে হবে I এই গত কয়েক বছরের  পেপার গুলো সমাধান করতে করতে বুঝতে পারবে , কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, কিংবা নিজের অবস্থান তা ঠিক কোথায় I আরিহান্ট এর গত কয়েক বছরের প্রশ্নপত্র অনুধাবন করা প্রয়োজন ও সেইভাবে প্রস্তুতি নেওয়া দরকার; তাহলে যে সব চাপ্টারগুলো থেকে অত্যাবশ্যকভাবে প্রশ্ন আসে , সেগুলোর উপর জোর দিতে হবে I

তৃতীয় পয়েন্ট:

সামগ্রিকভাবে একটি টাইম টেবিল বানানো প্রয়োজন যাতে সব  সাবজেক্ট গুলোতে সঠিক সময় দেওয়া যায়  ও রিভিশন করার সুযোগ থাকে I একটিদিনের জন্যও  যাতে রিভিশন বাদ না যায়, সেই দিকে নজর দিতে হবে I

চতুর্থ  পয়েন্ট:

মক টেস্ট গুলো টাইম ধরে প্রাকটিস করতে হবে I মক টেস্ট গুলো সবসময়  ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে অভ্যাস করা উচিত, যেটা আসল পরীক্ষাতে খুব কাজে আসবে I পড়ার সময় একটা ব্যাপার খেয়াল রাখা উচিত যে , কখনো মুখস্ত করে এই পরীক্ষাতে ভালো কিছু করা সম্ভবপর নয় I তাই কনসেপ্ট গুলো বুঝে, তারপরই  প্রব্লেম গুলো অনুশীলন করা দরকার I কনসেপ্ট যদি  স্বচ্ছ না হয় , কোনো প্রব্লেম সল্ভ করার জন্য কখনোই সঠিক ফর্মুলা নির্বাচন করা যাবে না  I তাই সাবজেক্ট ম্যাটার এর ভালো ধারণা থাকা দরকার তাছাড়া প্রয়োগমূলক প্রশ্নের উত্তর করা যাবে না I সাবজেক্ট ধরে ধরে ফর্মুলা এর একটা আলাদা কনটেন্ট ওয়ান শর্ট রিভিউ এর জন্য বানানো দরকার I

পঞ্চম  পয়েন্ট:

দ্রুততার সাথে নির্ভুল সমাধানই  অনেক পার্থক্য গড়ে দিতে পারে I  শুধু থিওরির মধ্যে  সীমাবদ্ধ না থেকে , প্রব্লেম সলভিং মানসিকতা গড়ে তুলতে হবে , যেটা একমাত্র বারংবার অনুশীলন দ্বারাই সম্ভব I যেহেতু MCQ প্যাটার্ন এ পরীক্ষা হয় , নিশ্চিত না হয়ে অপসন নির্বাচন একেবারেই করা যাবে না I

ষষ্ঠ পয়েন্ট:

বিভিন্ন চ্যাপ্টার এর গুরুত্ব বিভিন্ন রকম  I তাই সেটা বুঝে সীমিত সময়ে নিজেকে নিয়োজিত করতে হবে I খুব বেশি সংখ্যক বই নির্বাচন করা উচিত নয়, কারণ তাতে সমস্যা বাড়েই I

কয়েকটি বই এক্ষেত্রে রেফার করা যেতে পারে :

ফিজিক্স: 

Problems in General Physics, I.E. Irodov

 Concepts of Physics, part I & II , H.K.VERMA

Physics for JEE (Main and Advanced), D.C. Pandey 

Objective NCERT at your fingertips ( Physics)

ম্যাথমেটিক্স:

Mathematics for Class XII & XII, R.D. Sharma

Objective Mathematics for JEE (Volume I & II), R.D. Sharma

Skills in Mathematics for JEE Main and Advanced, Amit Agarwal

Objective NCERT at your fingertips (Dr Anil bon Das Mathematics)

কেমিস্ট্রি:

Modern Approach to Chemical Calculations, R.C. Mukherjee

Organic Chemistry for JEE (Main and Advanced), Solomons, Fryhle, Snyder

A Text book of Physical Chemistry for Competitions, O.P.Tandon & A.S. Singh

GRB Numerical Chemistry,  P. Bahadur

Objective NCERT at your fingertips ( Chemistry)

সপ্তম পয়েন্ট:

পরীক্ষার সম্পূর্ণ বিবরণের একটা সঠিক ধারণা থাকা দরকার I একঝলক দেখে নেওয়া যাক :

বিষয়   বিবরণ

পরীক্ষার   ধরণ অনলাইন

পরীক্ষার   বিষয় ফিজিক্স , কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, 

প্রশ্নপত্রের ভাষা হিন্দি , ইংলিশ ,  বাঙ্গালী, গুজরাটি , অসমীয়া , কন্নড , মালায়ালম , ওড়িয়া , পাঞ্জাবি , তামিল , তেলেগু , উর্দু

সময় ১৮০ মিনিট

প্রশ্নের সংখ্যা ৯০

প্রশ্নের টাইপ মাল্টিপল চয়েস

ফুল মার্ক্স্ ৩০০

মার্কিং স্কিম সঠিক MCQ অপশনের জন্য +4 , ভুল MCQ অপশনের জন্য -1

এই অতিঅল্প সময়ে উপরোক্ত ৭ টি পয়েন্ট এর উপর জোর দিলে JEE MAINS এ আশানুরূপ রাংক আসা অনেকটাই নিশ্চিত I


No comments