Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল আম্র কুঞ্জবনে বসন্ত উৎসবের রুট ম্যাপও স্মরণিকা প্রচ্ছদ প্রকাশ

( আবির স্মরণিকা প্রচ্ছদ প্রকাশ  শিল্পী গ্রন্থিকা চক্রবর্তী)
বসন্ত উৎসবের রুট ম্যাপও স্মরণিকা প্রচ্ছদ প্রকাশ

মহিষাদল আম্র কুঞ্জবনে বসন্ত উৎসবের রুট ম্যাপও স্মরণিকা প্রচ্ছদ প্রকাশ


 আম্র কুঞ্জবনে বসন্ত উৎসবের নৃত্যে মধ্যে রুট ম…

 


        ( আবির স্মরণিকা প্রচ্ছদ প্রকাশ  শিল্পী গ্রন্থিকা চক্রবর্তী)


বসন্ত উৎসবের রুট ম্যাপও স্মরণিকা প্রচ্ছদ প্রকাশ



মহিষাদল আম্র কুঞ্জবনে বসন্ত উৎসবের রুট ম্যাপও স্মরণিকা প্রচ্ছদ প্রকাশ




 আম্র কুঞ্জবনে বসন্ত উৎসবের নৃত্যে মধ্যে রুট ম্যাপও স্মরণিকা প্রচ্ছদ প্রকাশ





হলদিয়া বন্দরঃ বাঙালি বারো মাসের তেরো পার্বণ আর তের পার্বন শেষ হয় বসন্ত উৎসব বা হোলি দিয়ে। বাংলা বছর শেষের আগে রঙের উৎসবে মেতে উঠেন প্রতিটা বাঙালির জীবনে আলাদা এক রঙিন ছোঁয়া নিয়ে আসে বসন্ত উৎসব।


ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত; বসন্ত উঁকি ঝুঁকি দিচ্ছে আর কয়েকদিন পরেই রংয়ের খেলায় দোল পূর্ণিমাতে মেতে উঠবে আবাল বৃদ্ধ বনিতা।


৬ই মার্চ দোল পূর্ণিমা নেড়াপড়ানো দিন। ৭ ই ফেব্রুয়ারি এবারে শান্তি নিকেতনে হচ্ছে না বসন্ত উৎসব, মন খারাপ যারা বিভিন্ন জায়গা থেকে শান্তি নিকেতনে দোল উৎসবে মেতে ওঠেন।



          রুট ম্যাপ প্রকাশ করলেন মহিষাদল থানার ওসি প্রলয়কুমার চন্দ 

মন খারাপের দরকার নেই শান্তিনিকেতনের আদলে দোল উৎসব প্রতি বৎসর পালিত হয় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল সাংস্কৃতিক এর পিঠস্থান রাজবাড়ী আম্রকুঞ্জ বাগানেই হবে সাংবাদিকদের সংগঠন মহিষাদল প্রেস কর্নারে উদ্যোগে ১৪তম রঙের উৎসব মনের উৎসব বসন্ত উৎসব।


(ভোলানাথ বিজলী, সুব্রত চক্রবর্তী, প্রলয়কুমার চন্দ কাজল মাইতি )


কোভিডের সময় সরকারি নিয়ম মেনে বসন্ত উৎসব হয়েছিল। গত বছর বসন্ত উৎসবে মহিষাদল আম্রকুঞ্জ বনে লক্ষাধিক মানুষের ঢল নেমেছিল।


সে কথা মাথায় রেখে বসন্ত উৎসব কমিটি এ বছর তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। রংয়ের উৎসব বসন্ত উৎসব সকলের প্রাণের উৎসব যেন হয়ে উঠুক। এই ভাবনাকে মাথায় রেখে এবারে প্রথম "রুট ম্যাপ" প্রকাশ করলেন মহিষাদল থানার অফিস ইনচার্জ প্রলয় কুমার চন্দ এছাড়া সারা বাগান ঘিরে থাকছে সিসি ক্যামেরা। আমবাগানে  আসার জন্য একটি রাস্তা রয়েছে আরও একটি  বিকল্প রাস্তা করার কথা জানান।

 উৎসব সকলের তাই প্রাণের উৎসবকে আরো প্রাণ উজ্জ্বল করার জন্য ১লা মার্চ উৎসবের ১৪ তম বর্ষের খুঁটি পূজার মধ্য দিয়ে তার প্রস্তুতি পর্ব শুরু করে দিলেন। যদিও এই উৎসবকে ঘিরে সারা বছর ধরে চলে পরিকল্পনা। কারণ সারা রাজ্যের মানুষ এখন তাকিয়ে থাকে বসন্ত উৎসবের আরেক নাম মহিষাদল প্রেস কর্নারের বসন্ত উৎসব। এবারের উৎসবে সারা রাজ্যের প্রায় ২৩ টি সংস্থা ২৯৯ জন শিল্পী অংশগ্রহণ করবেন। তার মধ্যে পুরুষ শিল্পী ৬২ জন এবং মহিলা শিল্পী ২৩৭ জন আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতে মাতিয়ে তুলবেন। 

শিল্পীদের নিয়ে নাচে গানে আবৃত্তিতে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রেস কর্নার বসন্ত উৎসব কমিটি। বসন্ত উৎসবের স্মরণিকায় থাকবে সারা রাজ্যের ও জেলার কবি সাহিত্যিক দের লেখা "আবির "প্রকাশিত হবে উৎসব মঞ্চে।

 আজ "আবির স্মরণিকা" প্রচ্ছদ প্রকাশিত হলো। প্রচ্ছদ তৈরি করেছেন গ্রন্থিকা চক্রবর্তী।

 প্রত্যেক বছরের মতো এই বছরও থাকছে জেলার বিভিন্ন পেশায় যুক্ত এগিয়ে আসা মানুষদের সম্বর্ধনা সভা। রাতের অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে থাকবেন দীপ চ্যাটার্জী। থাকছে গুণীজন সংবর্ধনা সভা।১ লা মার্চ সাংবাদিকদের মুখোমুখি হলেন মহিষাদল পেশ কর্নারের প্রাক্তন সম্পাদক বিটন চক্রবর্তী, সঞ্জীব দোবে, বর্তমান সভাপতি সুব্রত চক্রবর্তী সম্পাদক ভোলানাথ বিজলী কোষাধক্ষ্য মানস জানা প্রমূখ ।


No comments