Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাজনা নবারুণ সংঘের আয়োজিত ছিন্নমস্তা মায়ের পুজোর উদ্বোধন হলো মহা সমারোহে

মাজনা নবারুণ সংঘের আয়োজিত ছিন্নমস্তা মায়ের পুজোর উদ্বোধন হলো মহা সমারোহে
গতকাল মাজনা নবারুণ সংঘের পরিচালনায় আয়োজিত হলো ছিন্নমস্তা মায়ের পূজার্চনা ও 72 ঘন্টা ব্যাপি তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও মহোৎসব। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধ…

 মাজনা নবারুণ সংঘের আয়োজিত ছিন্নমস্তা মায়ের পুজোর উদ্বোধন হলো মহা সমারোহে


গতকাল মাজনা নবারুণ সংঘের পরিচালনায় আয়োজিত হলো ছিন্নমস্তা মায়ের পূজার্চনা ও 72 ঘন্টা ব্যাপি তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও মহোৎসব। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। এছাড়া পুজোর মণ্ডপ একেবারে আলোর রোশনাইতে সেজে উঠেছে , এই পুজোকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে, প্রতি বছরের ন্যায় এ বছরও জাঁকজমক ভাবেই আয়োজিত করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের 

মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিশেষ বার্তা দেন।মন্ত্রী অখিল গিরি বলেন  এই ক্লাব বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত রয়েছে, এবং সমাজে মানুষের মধ্যে ঐক্যবন্ধন ঘটাতেই অঙ্গীকারবদ্ধ আমরা। এমনই বার্তা দেন ক্লাবের কর্মকর্তারা।

ধর্ম যার উৎসব সবার , ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মেরই মানুষ এই অনুষ্ঠানে  স্বতঃস্ফূর্ত ভাবে আসেন।এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা এবং এগরার বিধায়ক তরুণ মাইতি, তন্ময় ঘোষ, জোতির্ময় কর প্রমুখ।

No comments