শুভ জন্মদিন জীবন কেমন চলছে? যেমনটা হয় একঘেয়ে, ঘড়ির কাঁটার মতো। তবু কোলে মাথা রেখে কত সহস্র বার জন্মাচ্ছে ইচ্ছেরা, মরছেও ইচ্ছামতো। প্রিয় বন্ধুর হাতছানি উপেক্ষা করে।।দাঁড়াতে হয়েছে তুষারপাতে, বাস্তব যে অন্য।কবিতারা তবু ভীড় ক…
শুভ জন্মদিন
জীবন কেমন চলছে? যেমনটা হয় একঘেয়ে, ঘড়ির কাঁটার মতো। তবু কোলে মাথা রেখে কত সহস্র বার জন্মাচ্ছে ইচ্ছেরা, মরছেও ইচ্ছামতো। প্রিয় বন্ধুর হাতছানি উপেক্ষা করে।।
দাঁড়াতে হয়েছে তুষারপাতে, বাস্তব যে অন্য।
কবিতারা তবু ভীড় করে কারোর জন্যে।।
ফিরতে চায় বার বার একটু উষ্ণতার জন্য। পলাশের রঙ্গিন জলে কোকিলের হাবুডুবু, কেউ বলেছিল বন্ধু হবি? খেলবো সারাদিন। সাত সমুদ্র তেরো নদী তখন খুব কাছে, খুনসুটি, ভাব আড়ি সবকিছুই রঙ্গিন ।
জানেনা বৃষ্টি লুকিয়ে থাকে স্বপ্নের আড়ালে মেঘে মেঘে বেলা হলে হঠাৎ সব সাদাকালো। রাতের আঁধারে স্বপ্নিল জোনাকিদের দাপট, ধুয়ে মুছে একাকার করে দেয় দিনের আলো।
মনকেমনের খোলস ছেড়ে তবু জন্ম নিতে হয় আজও স্বপ্নের পথেই হুগলি ও হলদি বৈতে থাকে। বেসামাল হৃদয়ের বারংবার মৃত্যু, আসলে অস্থির মন শুধু বসন্তের হাওয়াতেই বেঁচে থাকে ।
No comments