Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে সমবায়ে নির্বাচনে হিজলবেড়িয়া চাতরাদাঁড়ি সমবায়ে আবার রাম-বাম জোটের জয়

তমলুকে সমবায়ে নির্বাচনে হিজলবেড়িয়া চাতরাদাঁড়ি  সমবায়ে আবার রাম-বাম জোটের জয়পূর্ব মেদিনীপুরের তমলুকে সমবায়ে নির্বাচনে হিজলবেড়িয়া চাতরাদাঁড়ি  সমবায়ে আবার রাম-বাম জোটের জয় জয় কার । রামবাম জোটে আমার জয় ।  কড়া নিরাপত্তা…

 


তমলুকে সমবায়ে নির্বাচনে হিজলবেড়িয়া চাতরাদাঁড়ি  সমবায়ে আবার রাম-বাম জোটের জয়

পূর্ব মেদিনীপুরের তমলুকে সমবায়ে নির্বাচনে হিজলবেড়িয়া চাতরাদাঁড়ি  সমবায়ে আবার রাম-বাম জোটের জয় জয় কার । রামবাম জোটে আমার জয় ।  কড়া নিরাপত্তার মাধ্যমে  হল হিজলবেড়িয়া চাতরাদাঁড়ি  সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন শেষ হলো ।হিজলবেড়িয়া সমবায় সমিতির  পরিচালক মন্ডলের নির্বাচনে সমবায়ে বারোটি আসনের লড়াই । সিপিএম ও বিজেপি যৌথভাবে 12 টি আসনের লড়াই করে  ও শাসক দল তৃণমূল একাই বারটি আসন লড়াই করছিল।ভোট দানের পর ফলাফল বেরোয় রাম বাম জোট এগারটি আসনে জয় লাভ করে ।শাসক দল তৃণমূল মাত্র একটি আসল পায়  ।রাম বাম জোট প্রগতিশীল উন্নয়ন নামে বোর গঠন করবে।   পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হিজলবেড়িয়া অঞ্চলে এই সমবায় সমিতির যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমানত ও সিএসপি সুবিধা রয়েছে। এই সমবায় এতদিন বামেদের দখলে ছিল। এবারে বারটি আসনের লড়াইতে মূলত শাসক দল তৃণমূল, বিজেপি ও রাম বাম জোট  বেঁধে নির্বাচনের প্রতিদ্বন্দিতা করছিল । সকাল দশটা থেকে শুরু  ভোটগ্রহণ। সকাল দশটা থেকে শুরু ভোটগ্রহণ। ইতিমধ্যেই করা নিরাপত্তার মধ্যেই ঘিরে ফেলা হয়েছে সমবায় সমিতি। সমবায় সমিতিতে রাম বাম জুট বোড় গঠন করতে চলেছে ।রাম বাম জুট এর পক্ষ থেকে জয়ের পর উৎসাহে বোম ফাটানো এবং রং মাখা ও মিষ্টিমুখ করতে ছাড়েন। শাসক দল তৃণমূল একটি মাত্র আসন পেয়েছে। এ বিষয়ে শাসক দল তৃণমূলের প্রতিনিধিদের  সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে অস্বীকার করেন ।

ফলাফল সিপিআইএম ৬ বিজেপি ৫ তৃণমূল ১

বিমল কুন্ডু , রাম বাম জোট প্রার্থী 

ধনঞ্জয় আদক ,রাম বাম জোট প্রার্থী 

সুকুমার হাজরা ,রাম বাম জোট প্রার্থী

No comments