জেলা আই এস এফ কর্মীসভাসামনে ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচন। নির্বাচন কে মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলার আইএসএফের উদ্যোগে রাজনৈতিক পর্যালোচনা এবং কর্মীসভা অনুষ্ঠিত হল হলদিয়া দুর্গাচকে আইএসএফ কার্যালয়ে। উপস্থিত ছিলেন…
জেলা আই এস এফ কর্মীসভা
সামনে ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচন। নির্বাচন কে মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলার আইএসএফের উদ্যোগে রাজনৈতিক পর্যালোচনা এবং কর্মীসভা অনুষ্ঠিত হল হলদিয়া দুর্গাচকে আইএসএফ কার্যালয়ে। উপস্থিত ছিলেন রশিদ খান, শেখ মহিদুল, শেখ আব্দুল রফিক নন্দীগ্রাম বিধানসভা থেকে। শেখ হাসান তমলুক বিধানসভা, কাউসার ময়না বিধানসভা, শেখ হাসান আলী পাঁশকুড়া বিধানসভা এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা নেতৃবৃন্দ । সবাই নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলার আইএসএফ পর্যবেক্ষক চিনাংশু গোস্বামী। চীনাংশু গোস্বামী বলেন পূর্ব ব্যক্তিপুর জেলার পঞ্চায়েত নির্বাচনে গ্রাম বাংলার ভোট পাওয়ার জন্য শাসকদল মরিয়া আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দেবো। এলাকায় বিষয় নিয়ে আমরা প্রচার করব তার পরিকল্পনা সভা করলাম। হলদিয়া পৌরসভার পৌর নির্বাচন কবে হবে সে নিয়ে এখনো ঠিক নেই রাজ্য সরকারের। গত ৫ ই সেপ্টেম্বর২০২২ পৌরসভার মেয়াদ শেষ হয়েছে পৌর প্রশাসক নিয়োগ হয়েছে বর্তমান। কবে নির্বাচন হবে সে নিয়ে এখনো জানা যায়নি। পূর্ব মেদিনীপুর জেলা আইএসএফ হলদিয়া পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে প্রার্থী দেবে ।তার মূল্যায়ন সভা আজ হলদিয়া দুর্গাচর আইএসএফ কার্যালয় অনুষ্ঠিত হয়। সব দল বিভিন্ন পরিকল্পনা করে আইএসএফ কর্মীদের মনোবল ভাঙতে পারে তাই সকলকে দলের প্রতি আস্থা রেখে কাজ করার জন্য আহ্বান জানালেন জেলা নেতৃত্ব চিনাংশু গোস্বামী।
No comments