Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৮ ম বর্ষে ক্ষনিক দেখা ফেসবুক বন্ধুদের বাৎসরিক সভা

৮ ম বর্ষে ক্ষনিক দেখা ফেসবুক বন্ধুদের বাৎসরিক সভা

 খোলা আকাশে ক্ষণিক দেখার অষ্টম বর্ষের  বাৎসরিক অনুষ্ঠানে উপস্হিত ছিলেন  বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডঃ অনির্বান দাস, হলদিয়া রিফাইনারির জেনারেল ম্যানেজার শম্ভু চক্রবর্তী।
 কবি দুলাল সুর, …

 





৮ ম বর্ষে ক্ষনিক দেখা ফেসবুক বন্ধুদের বাৎসরিক সভা



 খোলা আকাশে ক্ষণিক দেখার অষ্টম বর্ষের  বাৎসরিক অনুষ্ঠানে উপস্হিত ছিলেন  বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডঃ অনির্বান দাস, হলদিয়া রিফাইনারির জেনারেল ম্যানেজার শম্ভু চক্রবর্তী।


 কবি দুলাল সুর, ডালিয়া হালদার,  হরিদাস বালা, মতিলাল দাস, প্রদোষ কুমার ঘোষ অনিমা গুছাইত , প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ,   মনিন্দ্র নাথ গায়েন, কৌশিক অধিকারী, লিপিকা ভৌমিক, রেনেসাঁ মাইতি, 


নিক্কন ড্যান্স একাডেমির কর্নধার নৃত্যশিল্পী স্বাগতা শীল, আঙ্গিকম ডান্স একাডেমি, তন্ময় মিস্ত্রি, সুতপা পাড়ুই, শিল্পা শেঠ, মালা শেঠ, বাসুদেব মাণ্ডীওলিপিকা ভৌমিক এবং নটরাজ ড্যান্স অ্যান্ড কালচার একাডেমির কর্ণধার ছন্দা জানা, ছায়াবীথি সংগীত মহাবিদ্যালয়  সঙ্গীতশিল্পী ছায়া বেরা।

অনন্যা দাস, সৌজন্যা মজুমদার রায়, সমাজসেবী তাপস রায়, অত্যন্ত ভালোমনের মানুষ ও ইতালি রোম প্রবাসী কবি  বিপুল বিহারী হালদার।,

পূর্ব মেদিনীপুর জেলা ক্যারাটে এসোসিয়েশন এর সভাপতি উজ্জ্বল গিরি , সম্পাদক সনাতন হালদার , কনিকা মহন্ত, মীনাক্ষী মাইতি, সেখ আমীর, সৌমেন মন্ডল, অচিন্ত্য বেরা, হলদিয়া বন্দর পত্রিকা সম্পাদক দূর্গাপদ মিশ্র, রাজেশ শাসমল,রমেশ দাস।

সঞ্চালনা করেন অরুন কুমার দাস ও কৌশিক অধিকারী। হলদিয়া রিফাইনারি আধিকারিক সহ প্রায় দুই শতাধিক গুনীজন। গান, কবিতা, গল্প, আড্ডা, নাচ, বাউল, কেককাটা সবকিছু মিলিয়ে বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছিল সারাদিন।


ক্ষণিক দেখার সম্পাদক শিবনাথ সরকার বলেন গত দু'বছর  কোভীডের সময় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী আমরা তুলে দিয়েছিলাম।

আম্ফানে বহু গাছ নষ্ট হয়েছে ক্ষনিক দেখা উদ্যোগে আমরা গাছ লাগানো কর্মসূচি গ্রহণ করেছি। এছাড়াও বিভিন্ন সময়ে রক্তদান শিবিরে আমরা থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত সংগ্রহ করেছি। কোভিড মুক্ত হয়েছে কিন্তু অদিনো ভাইরাস আক্রান্ত হচ্ছে বহু মানুষ। সাবধানে সকলকে থাকতে হবে।  বিধি মেনেই আজকের এই ফেসবুক বন্ধুদের নিয়ে বাৎসরিক সভা আমরা  করলাম। আগামী দিনে আমাদের কর্মসূচি বিভিন্ন কবি সাহিত্যিকদের বহিঃপ্রকাশ ,রক্তদান শিবির ,দুস্থদের পাশে দাঁড়ানো।

No comments