Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চায়েতের সদ্য- পুনঃনির্বাচিত উপ-প্রধান মিলন দে'কে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস

পঞ্চায়েতের সদ্য- পুনঃনির্বাচিত উপ-প্রধান মিলন দে'কে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস
 পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের সদ্য- পুনঃনির্বাচিত উপ-প্রধান মিলন দে'কে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্…

 


পঞ্চায়েতের সদ্য- পুনঃনির্বাচিত উপ-প্রধান মিলন দে'কে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস


 পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের সদ্য- পুনঃনির্বাচিত উপ-প্রধান মিলন দে'কে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, আগামী ৬ মাসের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। সাহাড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও বারবার সংবাদের শিরোনামে এসেছে। দলীয় সদস্যদের একত্রিত রাখতে মাঠে নামতে হয়েছে তৃণমূল নেতৃত্বদের। তবুও শেষ রক্ষা হয়নি। দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সম্প্রতি অনাস্থা ভোটে তাকে সরিয়ে দেয় সদস্যরা। গত ৬ মার্চ প্রধান নির্বাচনের সভায় এই মিলন দে'কে প্রধান হিসেবে নির্বাচিত করার জন্য হুইপ জারি করে চিঠি দিয়েছিল জেলা তৃণমূল নেতৃত্ব। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য মিলন দে উপ-প্রধান হন। প্রধান হিসাবে নির্বাচিত হন নির্দল থেকে তৃণমূল কংগ্রেসে আসা স্বপন দন্ডপাট। অনাস্থা আনার আগেও মিলন দে এই পঞ্চায়েতে উপ-প্রধান ছিলেন। মিলন দে'র সঙ্গে এই পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক উত্তম জানাকেও ৬ মাসের জন্য দল থেকে সাসপেন্ডও করা হয়েছে। সূত্রের খবর, প্রধান নির্বাচন নিয়ে দলীয় হুইপ ছিল বিদায়ী প্রধান শান্তিলতা দাস প্রধান হিসাবে মিলন দে'র নাম প্রস্তাব করবেন। তাতে সমর্থন জানাবেন অন্যান্য সদস্যরা। কার্যক্ষেত্রে দেখা যায় মিলন দে প্রধান হিসাবে স্বপন দন্ডপাটের নাম প্রস্তাব করেন এবং তাকে সমর্থন করেন উত্তম জানা। এদিন শীপুর বাজারে দলের সাংগঠনিক সভায় মিলন দে এবং উত্তম জানা দু'জনকেই সাসপেন্ড করা হয়। দলের ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারি সাউ দু'জনকেই সাসপেন্ডের কথা ঘোষণা করেন। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, দলের হুইপ অমান্ন করার অর্থ দল বিরোধী কাজ করা। দল বিরোধী কাজ করার জন্য দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে তাদের সাসপেন্ড করা হয়েছে। এবার তেইশের পঞ্চায়েত নির্বাচনে সাহাড়া গ্রাম পঞ্চায়েত কার দখলে থাকবে। সেদিকেই তাকিয়ে সবাই। তবে নির্দলের নতুন প্রধান স্বপন দন্ডপাট জানিয়েছেন, আমরা সাহাড়ায় মহাজোট করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবো। পাশাপাশি পঞ্চায়েতও আমরা দখল করবো। কিন্তু দল থেকে সাসপেন্ড হওয়া সাহাড়ার উপ-প্রধান মিলন দে ও পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক উত্তম জানা'র কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

No comments