Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫২তম জাতীয় সুরক্ষা দিবস পালন হলদিয়া ডক কমপ্লেক্স

৫২তম জাতীয় সুরক্ষা দিবস পালন হলদিয়া ডক কমপ্লেক্স 


৫২তম জাতীয় সুরক্ষা দিবস। হলদিয়া ডক কমপ্লেক্স এই উপলক্ষে সপ্তাহ ব্যাপী শ্রমিক কর্মচারী ও বন্দরের বিভিন্ন সংস্থার কর্মীদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে নানা অনুষ্ঠানের কর্মসূচি …

 




৫২তম জাতীয় সুরক্ষা দিবস পালন হলদিয়া ডক কমপ্লেক্স 




৫২তম জাতীয় সুরক্ষা দিবস। হলদিয়া ডক কমপ্লেক্স এই উপলক্ষে সপ্তাহ ব্যাপী শ্রমিক কর্মচারী ও বন্দরের বিভিন্ন সংস্থার কর্মীদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে নানা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করেছিলেন ৪-১০ ই মার্চ।

কয়েকদিন ছুটি থাকার জন্য আজ ৬ ই মার্চ অনুষ্ঠান হয়।বন্দরে মুখ্য কার্যালয় জহর টাওয়ার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় উপস্থিত ছিলেন বন্দরের নিরাপত্তা P&IR বিভাগের প্রধান অয়ন কুমার নাগ এবং সেফটি অফিসার অভিষেক কুমার।



নিরাপত্তা বিষয়ে তিনটি বিভাগের উপর প্রতিযোগিতা হয়। সেফটি স্লোগান কম্পিটিশনের উইনার হয়েছেন অজয় মাইতি রানার আপ হয়েছেন সর্বানি দাস। সেফটি প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ননীগোপাল মন্ডল রানার আপ হয়েছেন অভীক গাঙ্গুলী। নিরাপত্তা বিষয়ে পোস্টার ড্রয়িং কম্পিটিশনে প্রথম উইনার হয়েছেন সঞ্জয় দেবনাথ রানারআপ হয়েছেন সুদীপ্ত মণ্ডল।


 তিনি বলেন, এবছরের থিম হল - Our Aim Zero Harm. এর জন্য সুরক্ষা বার্তা নিয়ে একটি ট্যাবলো বন্দরের ভিতরে এক সপ্তাহ ধরে পরিক্রমা করবে। তিনি বলেন, এর আগে, দেশের মুখ্য বন্দর গুলির মধ্যে হলদিয়া বন্দর ১৪ টি জাতীয় নিরাপত্তা পুরস্কার পেয়েছে। হলদিয়ার সেফটি পলিসি ভারতবর্ষের অন্যান্য বৃহত্তম বন্দরে গৃহীত হচ্ছে। এই উপলক্ষে সেফটি শপথ গ্রহণ, বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফলদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা হলদিয়া (ড: শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট) ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা হলদিয়া পোর্ট বন্দরের জেনারেল ম্যানেজার প্রভীন কুমার দাস। জেনারেল ম্যানেজার ( ট্রাফিক) অভয় কুমার মহাপাত্র প্রমুখ।


No comments