দিদির সুরক্ষা কবজ কর্মসূচীকে জনসমাজে তুলে ধরার উদ্দেশ্যে হলদিয়াতে চলছে পোস্টার লাগানো কর্মসূচী দিদির সুরক্ষা কবজ কর্মসূচীকে তুলে ধরার উদ্দেশ্যে ডঃ মেঘনাদ সাহা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে ডঃ মেঘনাদ সাহা কলেজ চত্বর স…
দিদির সুরক্ষা কবজ কর্মসূচীকে জনসমাজে তুলে ধরার উদ্দেশ্যে হলদিয়াতে চলছে পোস্টার লাগানো কর্মসূচী
দিদির সুরক্ষা কবজ কর্মসূচীকে তুলে ধরার উদ্দেশ্যে ডঃ মেঘনাদ সাহা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে ডঃ মেঘনাদ সাহা কলেজ চত্বর সহ হলদিয়ার বিভিন্ন প্রান্তে চলছে পোস্টার লাগানো কাজ।উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডঃ মেঘনাদ সাহা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের অবজারভার মাননীয় অর্নব দেবনাথ সহ ডঃ মেঘনাদ সাহা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সভাপতি সৌভিক জানা,যুগ্ম সহ-সভাপতি বরুণ পুরকাইত,রাহুল প্রামাণীক সাধারণ সম্পাদক দেবজিৎ পুরকাইত,সহ ইউনিটের সকল সদস্য ও সদস্যাবৃন্দ।
No comments