Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ই সি এল কারখানার সিওডি চুক্তি স্বাক্ষরিত হলো

ই সি এল কারখানার সিওডি চুক্তি স্বাক্ষরিত হলো
পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাঝির উপস্থিতিতে বেতন চুক্তি স্বাক্ষরিত হলো।এদিন ইলেক্ট্রোস্টিল কাস্টিং লিমিটেডের (ইসিএল) ৩৪৬ জন শ্রমিকের জন্য ৪ বছরের নতুন বেতন চুক্তি হল । আনস্কিল্…

 





ই সি এল কারখানার সিওডি চুক্তি স্বাক্ষরিত হলো


পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাঝির উপস্থিতিতে বেতন চুক্তি স্বাক্ষরিত হলো।এদিন ইলেক্ট্রোস্টিল কাস্টিং লিমিটেডের (ইসিএল) ৩৪৬ জন শ্রমিকের জন্য ৪ বছরের নতুন বেতন চুক্তি হল । আনস্কিল্ড শ্রমিকদের বেতন ১১,১৩৬ টাকা থেকে বেড়ে হল ১৩,৮৩৬ টাকা । সেমি স্কিল্ড শ্রমিকদের বেতন ১১,২৫২টাকা থেকে বেড়ে ১৩,৯৫২ টাকা । স্কিল্ড শ্রমিকদের বেতন ১১,৫১২.৯০টাকা থেকে বেড়ে ১৪,২১২.৪০টাকা হয়েছে । হাই স্কিল্ড শ্রমিকদের বেতন ১৩,০৩২.৪৮টাকা থেকে বেড়ে ১৫,৭৩১.৯৮টাকা হয়েছে । ইসিএলের পদস্থ কর্তা সৌভিক দত্তগপ্ত জানান,"সকল শ্রমিক,আধিকারিক,শ্রম দফতর,জেলা প্রশাসনের সহযোগিতায় এই নতুন বেতন চুক্তি করা সম্ভব হল । ২০২২ সালের জানুয়ারি মাস থেকে এই নতুন বেতন চুক্তি লাগু হবে । ২০২৫ সালে শেষ হবে ।" নতুন চুক্তিতে খুশি বলে জানান ইসিএলের শ্রমিক  পান্নালাল মাজি,হীরালাল মাজি,নারায়ণ ভৌমিক সহ অন‍্যান‍্যরা । 

No comments