Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলায় মদ বিক্রি ১১ কোটি ৮১ লক্ষ টাকার

জেলায় মদ বিক্রি ১১ কোটি ৮১ লক্ষ টাকার
দোল উৎসবে দু'দিনে পূর্ব মেদিনীপুর জেলায় ১১ কোটি ৮১লক্ষ টাকার মদ বিক্রি হল। শুধুমাত্র সোমবার বিক্রির পরিমাণ ছিল ৭ কোটি ৫৯ লক্ষ টাকা। মঙ্গলবার বেলা ২টোর পর কাউন্টার খোলা হয়। কাউন্টার খুলত…

 

জেলায় মদ বিক্রি ১১ কোটি ৮১ লক্ষ টাকার


দোল উৎসবে দু'দিনে পূর্ব মেদিনীপুর জেলায় ১১ কোটি ৮১লক্ষ টাকার মদ বিক্রি হল। শুধুমাত্র সোমবার বিক্রির পরিমাণ ছিল ৭ কোটি ৫৯ লক্ষ টাকা। মঙ্গলবার বেলা ২টোর পর কাউন্টার খোলা হয়। কাউন্টার খুলতেই হু-হু করে বিক্রি শুরু হয়ে যায়। রাত পর্যন্ত বিক্রি হয়েছে ৪ কোটি ২২ লক্ষ টাকা। একদিনে সাড়ে সাত কোটির বেশি টাকার মদ বিক্রি। এখনও অবধি সর্বকালীন রেকর্ড বলে দাবি আবগারি দপ্তরের। অথচ, দোল উৎসবে দীঘায় আশানুরূপ ভিড় ছিল। না। অনেক বুকিং বাতিল হয়েছে। তবুও মদ থেকে আয়ের নিরিখে তার কোনও ছাপ পড়েনি। বরং বিগত বছরের তুলনায় দোলযাত্রায় পূর্ব মেদিনীপুরে মদ বেচে সর্বাধিক টাকা আয় হয়েছে।


এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে মোট ২৭৫টি লাইসেন্সপ্রাপ্ত দেশি ও বিলাতি মদের দোকান আছে। তবে, দীঘা- মন্দারমণির পাশাপাশি পাঁশকুড়া, তমলুক, ময়না ও হলদিয়া এলাকাতেও ব্যাপক বিক্রি হয়েছে। দোলের দিন


বেলা ২টো পর্যন্ত কাউন্টার বন্ধ থাকার বিষয়টি সুরাপায়ীদের কাছে অজানা নয়। তাই আগের দিন রাত পর্যন্ত বিভিন্ন কাউন্টারের সামনে ভিড় ছিল। রাত পেরতেই মোট বিক্রির হিসেব দেখে আশ্চর্য হয়ে যান আবগারি দপ্তরের কর্তারা। দেখা যায়, ২৪ ঘণ্টায় এপর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছে। মোট টাকার পরিমাণ ৭ কোটি ৫৯ লক্ষ টাকা।


গত তিন বছর ধরে গোটা রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা মদ বিক্রিতে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম বর্ধমান। আগামী ৩১ মার্চের মধ্যে এক হাজার কোটি টাকার মদ বিক্রির টার্গেট রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দপ্তরের সামনে। ফেব্রুয়ারি মাসেই ওই টার্গেট সামনে। ফেব্রুয়ারি মাসেই ওই টার্গেট ছুঁয়ে ফেলেছেন অফিসাররা। এবার টার্গেট ছাপিয়ে আরও একশো কোটির বিক্রি করে নজির তৈরি করতে চাইছেন তাঁরা। পূর্ব মেদিনীপুরের আবগারি দপ্তরের সুপার যতনচন্দ্র মণ্ডল বলেন, দোল পূর্ণিমার দিন বেলা ২টো পর্যন্ত দোকান বন্ধ থাকে। তাই হিসেবে মতো


পূর্ব মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও বসন্ত উৎসবে বিপুল পরিমাণে মদ বিক্রি হয়েছে। দেড় দিনে প্রায় দেড় কোটি টাকার মদ বিক্রি হয়েছে। সোমবার প্রায় ৮০লক্ষ টাকার মদ বিক্রি হয়। পরদিন আরও ৬০লক্ষ টাকার বেশি মদ বিক্রি হয়। বসন্ত উৎসবকে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলায় পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। এই কারণে মদের বিক্রি অনেকটাই বেড়েছে বলে মত প্রশাসনের আধিকারিকদের। পাশাপাশি বেআইনিভাবে চোলাই মদ বিক্রির বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর জন্য জেলার বৈধ মদের দোকানগুলি থেকে বিক্রির পরিমাণ বেড়েছে। এর ফলে রাজস্বের পরিমাণও বাড়বে বলে মত প্রশাসনের আধিকারিকদের। ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) পীযূষ গোস্বামী বলেন, বসন্ত উৎসব উপলক্ষে মদ বিক্রির পরিমাণ বেড়েছে। বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা।





No comments