Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গানে গানে রবীন্দ্রনাথ-মনোজিৎ দাস

গানে গানে রবীন্দ্রনাথ-মনোজিৎ দাস
" মাঝে মাঝে তব দেখা পাই,চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় - আকাশে,তোমারে দেখিতে দেয় না ........
 এই ব্রহ্মসংগীতে কবির আকুল প্রার্থনা কেন নিশীদিন তার পরম ঈশ্বরকে কাছে পান না ও দেখতে পান না।…

 



 গানে গানে রবীন্দ্রনাথ-মনোজিৎ দাস


" মাঝে মাঝে তব দেখা পাই,

চিরদিন কেন পাই না। 

কেন মেঘ আসে হৃদয় - আকাশে,তোমারে দেখিতে দেয় না ........


 এই ব্রহ্মসংগীতে কবির আকুল প্রার্থনা কেন নিশীদিন তার পরম ঈশ্বরকে কাছে পান না ও দেখতে পান না।

রবীন্দ্রনাথ এক বেদমন্ত্রের মাধ্যমে লিখেছেন :

" যিনি অগ্নিতে যিনি জলে

যিনি সকল ভুবনতলে

যিনি বৃক্ষে যিনি শস্যে

তাঁহারে নমস্কার - 

তাঁকে নমি নমি বার বার "

       ভূদেব মুখোপাধ্যায় বলেছেন : " রবীন্দ্রবাবু একজন প্রকৃত আর্য কবি।আর্য কবি যেমন জগতের একটি রমণীয় বস্তু দেখেন,অমনি তাঁহার মন সমুদায় জগৎ শোভার প্রতি প্রধাবিত হয় এবং তাহাতে বিলীন হইয়া যায়। "

       " কি করিলে বলো পাইব তোমারে,রাখিব আঁখিতে আঁখিতে - 

ওহে এত প্রেম আমি কোথা পাব ,নাথ,তোমারে হৃদয়ে রাখিতে .....

কবির কি আকুল মিনতি,কি করে তাঁর দেখা পাবেন তিনি। মনের মধ্যে এই আকুতি না থাকলে তাঁর পরশ পাব কি ভাবে ?

It is the way to fulfillment and to fulfil God in life is man's manhood( Shree  Aurobindo ).

জীবন কী অপূর্ব উপাদানে প্রস্তুতি, অনন্তের প্রতি একান্ত বাসনা না জাগলে অনন্ত বাসনার অন্ত হবে না।ভগবানের প্রেমের আকুলতা না থাকলে জীবনের প্রতি গভীর ভাবনা থাকে না।কেন এই অতৃপ্তি,কেন এই অস্বস্তি ?

ভগবত সঙ্গলাভের  একটিমাত্র সর্ত - যাহার ইহজীবনে আশা - আকাঙ্খা কিছুই নাই,সে ভগবৎপাদ পদ্ম লাভ করতে পারে ।

" ওহে তুমি যদি বলো এখনি

করিব বিষয় - বাসনা বিসর্জন " !!!

No comments