Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি তৃণমূলের নেতারাই, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা প্রলয় পাল

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি তৃণমূলের নেতারাই,  বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা প্রলয় পাল  
- নন্দীগ্রামের সাধারণ মানুষ নয়, একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেছিলেন নন্দীগ্রামের একাংশ ত…

 




নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি তৃণমূলের নেতারাই,  বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা প্রলয় পাল  


- নন্দীগ্রামের সাধারণ মানুষ নয়, একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেছিলেন নন্দীগ্রামের একাংশ তৃণমূল নেতা৷ সে কারণেই রাজ্যের ম্যাচ জিতেও নিজের আসনে হারতে হয়েছিল তৃণমূল নেত্রীকে৷ বিধানসভা নির্বাচনের প্রায় দু’বছর পর  এমনই বিস্ফোরক দাবি সামনে এনেছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল। 

বিজেপি নেতা প্রলয়ের দাবি, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে বিজেপি হারায়নি। নিজের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরেছেন। উনি গাদা গাদা টাকা দিয়েছিলেন, আর তৃণমূলের নেতারা সেই টাকা নিজেদের কাছে রেখে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে এই মহাদেব বাগ, পরিতোষ জানা ও শেখ সুফিয়ানরা। মমতার পরাজয়ে বিজেপির কোনও ভূমিকা ছিল না। বিজেপি শুধু নির্বাচনী লড়াই টা দিয়েছে "। কে এই প্রলয় পাল? অতীতে নন্দীগ্রামে তৃণমূলের অন্যতম দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন প্রলয়৷ সূত্রের খবর, শুভেন্দুর সঙ্গে বনিবনা না হওয়ায় একসময় দলবদলে বিজেপিতে নাম লিখিয়েছিলেন৷ একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখোমুখি লড়াই হয় মমতা বন্দোপ্যাধ্যায় বনাম শুভেন্দুর৷ সেই সময় মমতা প্রলয়কে ফোন করে ভোটে তাঁর সাহায্য চেয়েছিলেন বলে দাবি করেছিলেন প্রলয়৷ ভাইরাল হয়েছিল একটি অডিও ক্লিপ৷ যাতে প্রলয়ের কাছে ভোটের সময় সাহায্য চাইতে শোনা গিয়েছিল তৃণমূল নেত্রীকে৷ ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপ খাসখবর যাচাই করেনি৷ তবে ভোটের মুখে প্রলয়ের ওই অডিও ক্লিপিংস জেলা তো বটেই রাজ্য রাজনীতিতেও শোরগোল ফেলে দিয়েছিল৷ রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নন্দীগ্রামে হারের জন্য দলের একাংশের বেইমানিকে দুষেছিলেন মমতা৷ এমনকি মেদিনীপুরে গিয়ে দলীয় বৈঠক থেকে সুফিয়ানকে তিরষ্কারও করেছিলেন তিনি৷ মমতার সেই আশঙ্কা যে অমূলক ছিল না, প্রলয়ের দাবি সেটাই স্পষ্ট করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা৷ যদিও এই বিষয়ে তৃণমূলের নন্দীগ্রামের নেতা শেখ সুফিয়ান কিংবা দলের রাজ্যস্তরের কোনও নেতার প্রতিক্রিয়া এখনও মেলেনি৷

No comments