মানুষের সাথে মানুষের পাশে হলদিয়ার আরমান ভোলা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত ভাগ্যবন্তপুরের কাছে। টিউশন পড়ে চারজন রাস্তা পার হওয়ার সময় । নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক এসে ধাক্কা মারে । গুরুতর আহত হন চারজ…
মানুষের সাথে মানুষের পাশে হলদিয়ার আরমান ভোলা
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত ভাগ্যবন্তপুরের কাছে। টিউশন পড়ে চারজন রাস্তা পার হওয়ার সময় । নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক এসে ধাক্কা মারে । গুরুতর আহত হন চারজন পড়ুয়া । খবর পেয়ে এলাকার মানুষ চিৎকার শুরু করে। খবর যায় হলদিয়ার বিশিষ্ট সমাজসেবী আরমানের কাছে । গাড়ি নিয়ে তৎক্ষণাৎ পৌঁছে যায় ভাগ্যবন্তপুরে আহত চারজনকে নিয়ে হলদিয়া মহকুমার হাসপাতালে ভর্তি করেন। চারজনই গুরুতর আহত চিকিৎসাধীন চলছে হলদিয়া মহকুমার হাসপাতালে। মানব সেবায় দৃষ্টান্তর সৃষ্টি করলেন হলদিয়ার আরমান ভোলা।
No comments