Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ার রাধাবল্লভপুর থেকে মাইশোরাসহ মাঠ জসোড়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পাকা রাস্তার বেহাল দশা

পাঁশকুড়ার রাধাবল্লভপুর থেকে মাইশোরাসহ মাঠ জসোড়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পাকা রাস্তার বেহাল দশা।দীর্ঘ ২ বছর ধরে এমনই ছবি দেখে আসছে এলাকার মানুষজন। রাধাবল্লভপুর থেকে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত  ওই রাস্তায় যাত্রীবাহী বাস এবং ট…

 



পাঁশকুড়ার রাধাবল্লভপুর থেকে মাইশোরাসহ মাঠ জসোড়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পাকা রাস্তার বেহাল দশা।

দীর্ঘ ২ বছর ধরে এমনই ছবি দেখে আসছে এলাকার মানুষজন। রাধাবল্লভপুর থেকে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত  ওই রাস্তায় যাত্রীবাহী বাস এবং ট্রেকার চলে। বিপদজনকভাবে সাধারণ মানুষদের মোটরবাইকে যাতায়াত করতে হয় ওই রাস্তা দিয়ে। যে রাস্তার ওপর বড় বড় বোল্ডার বেরিয়ে মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। নিত্যদিন প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত ওই রাস্তা দিয়ে। হাট বাজার স্কুল কলেজে নিত্যদিন যাতায়াত ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের। তবু হুঁশ নেই প্রশাসনের। ক্ষোভ রয়েছে এলাকাবাসীর মধ্যে। 

এ বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন হ্যাঁ, রাস্তাটা সত্যিই খারাপ তবে বেশিদিন রাস্তা খারাপ থাকবে না, উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ব্যাপারটা জেনেছেন কাজেই তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাবে। প্রায় ছয় সাত মাসের মধ্যেই কাজ শুরু হবে।

No comments