Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিতাই গৌর অনুশীলন গোষ্ঠীর আয়োজনে শ্রীমৎ মহাপ্রভুর ৫৩৮তম আবির্ভাব দিবস উপলক্ষে উনত্রিংশতি তম গৌরাঙ্গ মহোৎসব

নিতাই গৌর অনুশীলন গোষ্ঠীর আয়োজনে শ্রীমৎ মহাপ্রভুর ৫৩৮তম আবির্ভাব দিবস উপলক্ষে উনত্রিংশতি তম গৌরাঙ্গ মহোৎসবভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/9f0HZzE_ucMহলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত দেভোগের কিসমত শিবরামনগর পূর্ব পল্লী নি…

 




নিতাই গৌর অনুশীলন গোষ্ঠীর আয়োজনে শ্রীমৎ মহাপ্রভুর ৫৩৮তম আবির্ভাব দিবস উপলক্ষে উনত্রিংশতি তম গৌরাঙ্গ মহোৎসব

ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/9f0HZzE_ucM

হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত দেভোগের কিসমত শিবরামনগর পূর্ব পল্লী নিতাই গৌর অনুশীলন গোষ্ঠীর আয়োজনে শ্রীমৎ মহাপ্রভুর ৫৩৮তম আবির্ভাব দিবস উপলক্ষে উনত্রিংশতি তম গৌরাঙ্গ মহোৎসবের সূচনা হবে ২৬শে ফাল্গুন (১১ই মার্চ) শনিবার।চলবে ৩০শে ফাল্গুন (১৫ই মার্চ) বুধবার পর্যন্ত।পাঁচ দিন ব্যাপী ধর্মসভা,লীলা কীর্তন,গৌরাঙ্গ মহাপ্রভু বিষয়ক আবৃত্তি,নৃত্য,ক্যুইজ প্রতিযোগিতা এবং শেষ দিন মহোৎসব অনুষ্ঠিত হবে।দেড়শো বছর পুরানো এই গৌরাঙ্গ মহোৎসব আগে ছোট আকারে হলেও শেষ উনত্রিংশতি তমবছর ধরে গ্ৰামে বড় উৎসব আকারে অনুষ্ঠিত হয়।প্রত্যেকবছর আশপাশের বিভিন্ন গ্ৰামের হাজার হাজার মানুষ মহাপ্রসাদ সেবন করেন।উদ্যোক্তারা মাস কয়েক আগে থেকেই মহোৎসবের প্রস্তুতি শুরু করেন।অসংখ্য ভক্তগন সাহায্য,সহযোগিতা করেন। বিভিন্ন জেলা থেকে বিখ্যাত কীর্তন সম্প্রদায়ের গান শুনতে অখণ্ড মেদিনীপুর সহ দুই চব্বিশ পরগনার থেকে গৌরাঙ্গ ভক্তরা আসেন।উদ্যোক্তাদের পক্ষে শুভেন্দু জানা বলেন, " পাঁচদিনের মহোৎসবের জন্য গ্ৰামের মানুষ সারাবছর অপেক্ষা করেন।এই আধুনিক যুগেও কীর্তন পালা শুনতে প্রত্যেকদিন সন্ধ্যা থেকেই হলদিয়ার বিভিন্ন গ্ৰামের মানুষ ভিড় করেন।নতুন গৌরাঙ্গ মন্দির নির্মাণ হলেও,কীর্তন মঞ্চ গড়ার জন্য আমরা চেষ্টা করছি।

No comments